হোম /খবর /কলকাতা /
তৃণমূলে ফিরছেন সোমেন পত্নী শিখা মিত্র, রবিবারই যোগদান

Sikha Mitra to join TMC: তৃণমূলে ফিরছেন সোমেন পত্নী শিখা মিত্র, রবিবারই যোগদান

তৃণমূলে যোগ দিচ্ছেন শিখা মিত্র৷

তৃণমূলে যোগ দিচ্ছেন শিখা মিত্র৷

শিখা মিত্রের তৃণমূলে যোগদান আসলে তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনই৷ কারণ, ২০১১ সালেও তৃণমূলের টিকিটেই চৌরঙ্গী কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি (Sikha Mitra to join TMC)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: তৃণমূলে যোগ দিচ্ছেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র৷ আগামিকাল, রবিবার দুপুরেই তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি৷ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে তৃণমূলে যোগ দেবেন তিনি৷

শিখা মিত্রের তৃণমূলে যোগদান আসলে তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনই৷ কারণ, ২০১১ সালেও তৃণমূলের টিকিটেই চৌরঙ্গী কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি৷ ২০১৪ সালে তৃণমূল ছাড়ার সময় বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন শিখা মিত্র৷

কয়েকদিন ধরেই শিখা মিত্রের তৃণমূলের ফেরার সম্ভাবনা জোরাল হচ্ছিল৷ সোমেন মিত্রের মৃত্যুবার্ষিকীতে তাঁকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর দিন কয়েকের মধ্যেই তৃণমূলে ফিরছেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী৷

এ বছর বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় হঠাৎই শিখা মিত্রের নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল৷ যদিও তিনি বিজেপি প্রার্থী হওয়ার বিষয়ে কোনও সম্মতি দেননি বলেই দাবি করেছিলেন শিখাদেবী৷ সোমেন ও শিখা মিত্রের ছেলে রোহন মিত্র এখনও কংগ্রেসেই রয়েছেন৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Sikha Mitra, TMC