রূপ বদলাচ্ছে হাওড়া ব্রিজ, সন্ধে হলেই আরও রঙিন শহরের অন্যতম প্রাচীণ এই সেতু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Signify (Euronext: LIGHT), যা আগে ফিলিপস লাইটিং হিসেবেই পরিচিত ছিল, সেই সংস্থার এলইডি লাইটেই সাজানো হচ্ছে হাওড়া ব্রিজ ৷
#কলকাতা: হাওড়া ব্রিজের আলোকসজ্জায় এবার নতুন উদ্যোগ ৷ এলইডি লাইটে এবার সাজতে চলছে শহরের অন্যতম প্রাচীণ এই ব্রিজ ৷ ৭৬ বছরের পুরনো হাওড়া ব্রিজের আলোকসজ্জা গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে ৷ এবার Signify (Euronext: LIGHT), যা আগে ফিলিপস লাইটিং হিসেবেই পরিচিত ছিল, সেই সংস্থার এলইডি লাইটেই সাজানো হচ্ছে হাওড়া ব্রিজ ৷ এর জন্য ৬৫০ ডায়নামিক কালারড এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে ৷ যা হাওড়া ব্রিজকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ৷ এর আগে এই কালার্স কাইনেটিং লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, পার্লামেন্ট হাউস, ইন্ডিয়া গেট, সোমনাথ মন্দির মতো দেশের বিভিন্ন স্থাপত্যে ৷ হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুতে ১ লাখেরও বেশি গাড়ি প্রতিদিন যাতায়াত করে ৷

কয়েকদিন আগে কলকাতা সফরে এসে মিলেনিয়াম পার্ক থেকে রিমোটে হাওড়া ব্রিজের সাউন্ড-লাইট শো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। আড়াই মিনিটের এই শব্দ-আলোর খেলা সম্প্রতি মিলেনিয়াম পার্কে বসানো হয়। মিলেনিয়াম পার্ক আগে ৬৫০ ওয়াটের লেড ও স্পটলাইটে সাজানো থাকতো। সেই সিস্টেম সরিয়ে নতুন করে নানা রঙের আলোর সঙ্গে শব্দ জুড়ে নবরূপে নিয়ে আসা হয়েছে এই আলোকসজ্জাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2020 4:51 PM IST