আজ মহাষ্টমী, জেনে নিন কুমারী পুজোর মহিমা
Last Updated:
#কলকাতা: দুর্গাপুজোর অন্যতম রীতি কুমারী পুজো ৷ অষ্টমী তিথির পুজো শেষে হয় কুমারী পুজো৷ এখনও ঋতুমতী হয়নি এরকম কোনও মেয়েকে এদিন দেবী রূপে পুজো করা হয়৷ অষ্টমী ছাড়াও অনেক জায়গায় নবমীর দিনও করা হয় কুমারী পুজো৷ কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, অন্নপূর্ণা পুজো এমনকী শক্তি পুজোতেও করা হয় কুমারী পুজো ৷
কী এই কুমারী পুজোর মহিমা ? হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা কালীর হাতে কলাসুর বধের প্রতীকী হল কুমারী পুজো ৷ কথিত রয়েছে, কলাসুর স্বর্গ ও মর্ত্য অধিকার করে নিয়েছিল ৷ দেবতারা মা কালীর কাছে উদ্ধারের জন্য প্রার্থনা করেন৷ তাদের আর্তি শুনে মা কালী আবার জন্ম নেন শিশুকন্যা রূপে এবং কলাসুর বধ করেন ৷
advertisement
যোগিনীতন্ত্র, কুলরনবতন্ত্র, দেবীপূরাণ, স্তোত্র, কবচ, সহশ্রমণ, তন্ত্রসর, প্রান্তসিনী ও পুরোহিতদর্পণে কুমারী পজোর উল্লেখ রয়েছে৷
advertisement
এই পুজোর বৈশিষ্ট্য হল কুমারীকে পুজো করার সময় দেখা হয় না তার ধর্ম, জাত৷ ১ থেকে ১৬ বছর বয়সী যেকোনও মেয়েই কুমারী হতে পারে৷ এমনকী, বারবণিতার সন্তানও কুমারী রূপে পূজিতা হতে পারে ৷ বয়স অনুযায়ী কুমারীদের বিভিন্ন নামেও অভিহিত করা হয়। এক বছরের মেয়ে ‘সন্ধ্যা’, সাত বছরের মেয়ে ‘মালিনী’, বারো বছরের কন্যা ‘ভৈরবী’ এবং ষোলে বছরের মেয়েক ‘অম্বিকা’ নামে ডাকা হয়।
advertisement
বিশ্বাস করা হয় কুমারী পুজো করলে সব বিপদ কেটে যায়৷ দার্শনিক মতে কুমারী পুজো সমাজে মেয়েদের মূল্য প্রতিষ্ঠা করে৷ কুমারীত্বকে মনে করা হয় শক্তির বীজ, সৃষ্টি, স্থিতি, লয়ের প্রতীক৷ নারীত্ব ও প্রকৃতির প্রতীক কুমারীত্ব৷ মনে করা হয় কুমারীর মধ্যেই নেমে আসেন মা৷
এ বছর অষ্টমী পুজোর সময়, ক্ষণ, তিথি জেনে নিন একনজরে-
advertisement
মহাষ্টমী- ১৮ আশ্বিন/ ৬ অক্টোবর (দুপুর ২ টা ২১ মিনিট পর্যন্ত)। সন্ধি পুজোর সময় হল অষ্টমীর দুপুর ১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2019 8:53 AM IST