Sourav Ganguly অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা! জ্বর, গলা ব্যথা নিয়ে ভর্তি করানো হল হাসপাতালে! কী অসুখ তাঁর?
- Published by:Tias Banerjee
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায় ফের অসুস্থ হয়ে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি। সৌরভ, ডোনা ও স্নেহাশিস হাসপাতালে উপস্থিত। নিরুপা দেবীর কী হয়েছে?
অসুস্থ হলেন নিরুপা গঙ্গোপাধ্যায়। সৌরভ (Sourav Ganguly) ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehasish Ganguly) মা নিরুপাকে মঙ্গলবার রাতেই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাঁকে। অসুস্থ মায়ের পাশে থাকতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন সৌরভ। রয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly)। সব মিলিয়ে গঙ্গোপাধ্যায় পরিবারে ফের উৎকণ্ঠা।
পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাঁর জ্বর, গলা ব্যথা ও অসুস্থতার উপসর্গ দেখা যাচ্ছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ চলছিল, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার রাতেই বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে সমস্যা অন্য, তেমনই জানা যাচ্ছে। মূত্রনালির সংক্রমণের জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
advertisement
advertisement
সূত্রের খবর, মঙ্গলবার ইডেনে এসেছিলেন সৌরভ। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান। চিকিৎসকরা জানিয়েছেন, নিরুপা দেবী ইউরিনাল ইনফেকশনে ভুগছেন। বর্তমানে তাঁর বয়স ৭৬ বছর। সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর স্ত্রী ডোনা ও ভাই স্নেহাশিস হাসপাতালে রয়েছেন। স্নেহাশিসের স্ত্রী অর্পিতা বিলাসপুরে কর্মসূত্রে থাকলেও জানিয়েছেন, উদ্বেগের কিছু নেই, চিকিৎসকের নির্দেশ মেনে চিকিৎসা চলছে।
advertisement
এর আগে নিরুপা দেবী করোনা আক্রান্ত হয়েছিলেন এবং গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তখনই হাসপাতালে জন্মদিন পালন করেছিলেন সৌরভ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 10:45 PM IST