শিবরাত্রিতে এভাবে খুশি করুন মহাদেবকে !

Last Updated:

কথাতেই আছে, দেব কা দেব মহাদেব ! আর মহাদেবকে খুশি করতে পারলেই, সুখ, সমৃদ্ধি আপনার ভাগ্যে ৷

#কলকাতা: কথাতেই আছে, দেব কা দেব মহাদেব ! আর মহাদেবকে খুশি করতে পারলেই, সুখ, সমৃদ্ধি আপনার ভাগ্যে ৷
শাস্ত্রমতে প্রত্যেক মাসেই শিবরাত্রি রয়েছে ৷ তবে মহাশিবরাত্রির গুরুত্বটাই একেবারে আলাদা ৷ মহাশিবরাত্রির উপবাস শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চলে।
মহাশিবরাত্রির ক্ষেত্রে উপবাস হওয়া উচিত একেবারেই জল বিহীন ৷ অর্থাৎ ব্রত চলাকালীন সময়ে জলপান করা একেবারেই যায় না ৷ তবে শাস্ত্রমতে শিবরাত্রির বিধি, নিয়ম অর্থাৎ শিবলিঙ্গে জল দান করার পর, উপবাস ভাঙার পর ফল ভক্ষণ ও জল পানের বিধান রয়েছে ৷
advertisement
advertisement
সঙ্গে মহাশিবরাত্রিতে গোটা রাত না ঘুমিয়ে কাটানোই নিয়ম ৷ কথায় আছে, উপবাসের পর ভক্তের কাছে মর্তে আসেন মহাদেব ৷ আর সেই কারণেই নিদ্রা বারণ মহাশিবরাত্রিতে ৷
শিবরাত্রির বিধি অনুযায়ী, উপবাস ভাঙার সময় চাল, ডাল, ও সামুদ্রিক লবণ খাওয়া একদমই অনুচিত ৷ এর পরিবর্তে, সুজির হালুয়া, সুজির রুটি, গমের খিচুড়ি, ফল বা ফলের রস চলতে পারে ৷
advertisement
শিবরাত্রির সকাল থেকেই ধুতরো ফুলে ভরিয়ে দিন ঠাকুর ঘর ৷
মহাদেবের সামনে মোমবাতি বা প্রদীপ জ্বলুক সকাল থেকেই ৷
সকালে পাখি, পশুকে খেতে দিন ৷
সূর্যপ্রণামের মধ্যে দিয়ে সকাল শুরু করুন ৷
সারাদিনই সুযোগ পেলে ওম নমঃ শিবায় জপ করুন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিবরাত্রিতে এভাবে খুশি করুন মহাদেবকে !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement