Bhangor ISF Leader Naushad Siddiqui: ‘ছোট ভাইয়ের জন্য হাসপাতালে বেড বুক করছি, ভয়ের কিছু নেই’, নওশাদকে কেন বললেন শওকত

Last Updated:

Bhangor ISF Leader Naushad Siddiqui: বিধানসভা প্রাঙ্গণে গতকালই নওশাদ বলেন যে, তিনি সরকারি হাসপাতালে ভর্তি হবেন না৷ তার সহযোগীদেরও তিনি তা জানিয়ে দিয়েছেন।

ফাইল ছবি
ফাইল ছবি
কলকাতা: ছোট ভাইয়ের জন্য আজই নার্সিং হোমে বেড বুক করছেন শওকত মোল্লা। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লা ছোট ভাই বলেন, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে৷ কিন্তু হঠাৎ করে তিনি এ কথা কেন বলছেন? তাই খোলসা করলেন শওকত৷
বিধানসভা প্রাঙ্গণে গতকালই নওশাদ বলেন যে, তিনি সরকারি হাসপাতালে ভর্তি হবেন না৷ তার সহযোগীদেরও তিনি তা জানিয়ে দিয়েছেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন৷ আর সেই প্রসঙ্গেই এদিন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা জানিয়েছেন, “আমার ভাইকে নিশ্চিত থাকতে বলছি। আমার সহকর্মী ও ছোট ভাইয়ের জন্য আমি আছি৷ ও যদি সরকারি হাসপাতালে ভর্তি হতে না চায়, তাহলে ও ক্যানিং ঝোড়োর মোড়ে একটা নার্সিং হোম আছে সেখানে গিয়ে ভর্তি হোক৷ কলকাতা থেকে ভাল ভাল চিকিৎসকরা আসেন৷ সুচিকিৎসা হবে নওশাদের৷ ছোট ভাই আমার যদি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে চায় তাহলে ভাল৷ না হলেও চিন্তা নেই, আমি বড় ভাই হিসাবে সব দায়িত্ব নিলাম৷ আজই গিয়ে আমি বেড বুক করে রাখব।”
advertisement
advertisement
তবে শওকতের এই মন্তব্য নিয়ে আইএসএফ শিবিরের বক্তব্য ভয় দেখানো হচ্ছে। আর শওকত মোল্লা বলছেন, ভয়ের কিছু নেই, বড় দাদা থাকবে ভাইয়ের জন্য৷ তবে একটাই অনুরোধ ভাঙড়ে গুলি-বোমার সাপ্লাই বন্ধ করুক নওশাদ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhangor ISF Leader Naushad Siddiqui: ‘ছোট ভাইয়ের জন্য হাসপাতালে বেড বুক করছি, ভয়ের কিছু নেই’, নওশাদকে কেন বললেন শওকত
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement