Shatrughan Sinha: এখনও প্রার্থী ঘোষণা হয়নি তৃণমূলের, এরই মধ্যে বড় ঘোষণা করে দিলেন শত্রুঘ্ন সিনহা! তুমুল শোরগোল

Last Updated:

Shatrughan Sinha: শত্রুঘ্ন সিনহা বিহারের ‘ভূমিপুত্র’ হওয়ায় একটা বড় অ্যাডভান্টেজ। তারপর তাঁকে এলাকায় দেখা যায়।

শত্রুঘ্নর বড় ঘোষণা
শত্রুঘ্নর বড় ঘোষণা
আসানসোল: আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া মোটামুটি পাকা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার বুঝিয়েই দিয়েছেন, আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করবেন তিনি। সেই ইঙ্গিত তাঁর কাছেও যে স্পষ্ট, তাও খোলসা করে দিয়েছেন এক সময়ের বলিউড তারকা। তাই আসানসোলের মাটিতে দাঁড়িয়েই বড় ঘোষণা করলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে শত্রুঘ্ন সিনহা বলেন, ”আমি যদি আসানসোল থেকে আবার নির্বাচিত হই, আমি এলাকার শ্রমিক ও গরিবদের জন্য একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করব। শুধু তাই নয়, আমি সাধারণ মানুষের জন্য একটি মেডিক্যাল কলেজও তৈরি করতে চেষ্টা করব, যেখানে ক্যানসারের চিকিৎসাও হবে।”
কৃষ্ণনগরের পর আসানসোল। লোকসভা নির্বাচনের টিকিট অন্তত এই দুটি কেন্দ্রে ‘কনফার্ম’ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ঘাসফুল ফুটিয়েছিলেন তিনিই। বাবুল সুপ্রিয়কে দলে নেওয়ার পর আসানসোলে উপনির্বাচন হয়। তখন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকেই আসানসোলে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। আসনটি জিতে নেয়। এবারও এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, দলের পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এই কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
শত্রুঘ্ন সিনহা বিহারের ‘ভূমিপুত্র’ হওয়ায় একটা বড় অ্যাডভান্টেজ। তারপর তাঁকে এলাকায় দেখা যায়। এমনকী জনপ্রতিনিধি হিসাবে কাজও করেছেন বিহারীবাবু। এখানের মানুষের সঙ্গে সরাসরি তাঁর সংযোগ রয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসার পর আসানসোলে উপনির্বাচন হয়। সেখানে শত্রুঘ্নকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির দু’বারের জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবারেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বিজেপি।
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ছিল আসানসোলও। আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে ইতিমধ্যেই ওই কেন্দ্র নিয়ে চিন্তায় রয়েছে বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shatrughan Sinha: এখনও প্রার্থী ঘোষণা হয়নি তৃণমূলের, এরই মধ্যে বড় ঘোষণা করে দিলেন শত্রুঘ্ন সিনহা! তুমুল শোরগোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement