Shatrughan Sinha: এখনও প্রার্থী ঘোষণা হয়নি তৃণমূলের, এরই মধ্যে বড় ঘোষণা করে দিলেন শত্রুঘ্ন সিনহা! তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shatrughan Sinha: শত্রুঘ্ন সিনহা বিহারের ‘ভূমিপুত্র’ হওয়ায় একটা বড় অ্যাডভান্টেজ। তারপর তাঁকে এলাকায় দেখা যায়।
আসানসোল: আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া মোটামুটি পাকা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একপ্রকার বুঝিয়েই দিয়েছেন, আসানসোল কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহাকেই প্রার্থী করবেন তিনি। সেই ইঙ্গিত তাঁর কাছেও যে স্পষ্ট, তাও খোলসা করে দিয়েছেন এক সময়ের বলিউড তারকা। তাই আসানসোলের মাটিতে দাঁড়িয়েই বড় ঘোষণা করলেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে শত্রুঘ্ন সিনহা বলেন, ”আমি যদি আসানসোল থেকে আবার নির্বাচিত হই, আমি এলাকার শ্রমিক ও গরিবদের জন্য একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল করব। শুধু তাই নয়, আমি সাধারণ মানুষের জন্য একটি মেডিক্যাল কলেজও তৈরি করতে চেষ্টা করব, যেখানে ক্যানসারের চিকিৎসাও হবে।”
কৃষ্ণনগরের পর আসানসোল। লোকসভা নির্বাচনের টিকিট অন্তত এই দুটি কেন্দ্রে ‘কনফার্ম’ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ঘাসফুল ফুটিয়েছিলেন তিনিই। বাবুল সুপ্রিয়কে দলে নেওয়ার পর আসানসোলে উপনির্বাচন হয়। তখন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকেই আসানসোলে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। আসনটি জিতে নেয়। এবারও এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, দলের পশ্চিম বর্ধমানের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এই কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
VIDEO | Here’s what TMC MP and actor Shatrughan Sinha (@ShatruganSinha) said at a press briefing in West Bengal’s Asansol.
“If I am elected from Asansol again, I will build a super speciality hospital here for our labourers and the poor. I will also try to open a medical college… pic.twitter.com/1U1kZPgIBt
— Press Trust of India (@PTI_News) March 7, 2024
advertisement
advertisement
শত্রুঘ্ন সিনহা বিহারের ‘ভূমিপুত্র’ হওয়ায় একটা বড় অ্যাডভান্টেজ। তারপর তাঁকে এলাকায় দেখা যায়। এমনকী জনপ্রতিনিধি হিসাবে কাজও করেছেন বিহারীবাবু। এখানের মানুষের সঙ্গে সরাসরি তাঁর সংযোগ রয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসার পর আসানসোলে উপনির্বাচন হয়। সেখানে শত্রুঘ্নকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির দু’বারের জেতা আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। এবারেও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বিজেপি।
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে ছিল আসানসোলও। আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে ইতিমধ্যেই ওই কেন্দ্র নিয়ে চিন্তায় রয়েছে বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 8:47 PM IST