Sharmistha Mukherjee: 'দুঃখজনক', দাদা অভিজিতের দল বদলে হতাশ বোন শর্মিষ্ঠা

Last Updated:

অভিজিত মুখোপাধ্যায়ের দলবদলের সিদ্ধান্তকে (Avijit Mukherjee joins TMC) 'দুঃখজনক' বলে শর্মিষ্ঠা (Sharmistha Mukherjee) বুঝিয়ে দিলেন, কোনওভাবেই দাদার এই দলবদলের সিদ্ধান্তকে সমর্থন করছেন না তিনি৷

#কলকাতা: দাদা সবে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তার কয়েক মিনিটের মধ্যেই ট্যুইটারে বোন ইংরেজিতে লিখলেন 'স্যাড'৷ দাদার দল বদলে বোনের প্রতিক্রিয়া কী, ওই একটি শব্দেই তা বুঝিয়ে দিলেন অভিজিৎ মুখোপাধ্যায়ের বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷
এ দিনই তৃণমূলে যোগ দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ তাঁর এই দলবদলকে 'দুঃখজনক' বলে শর্মিষ্ঠা বুঝিয়ে দিলেন, কোনওভাবেই দাদার এই দলবদলের সিদ্ধান্তকে সমর্থন করছেন না তিনি৷
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পরই অভিজিৎ এবং শর্মিষ্ঠার মতপার্থক্য সামনে এসেছিল৷ প্রাক্তন রাষ্ট্রপতির লেখা বইয়ের প্রকাশ নিয়ে প্রকাশ্যেই দু' জনের মতবিরোধ দেখা দেয়৷ অভিজিৎ চেয়েছিলেন, ওই বই যাতে প্রকাশিত না হয়৷ কিন্তু পাল্টা ট্যুইট করে শর্মিষ্ঠা দাবি করেন, সস্তার প্রচারের জন্য এমন দাবি করছেন তাঁর দাদা৷
advertisement
advertisement
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেসের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন৷ কংগ্রেসের টিকিটে ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে লড়লেও পরাজিত হন তিনি৷ প্রণব মুখোপাধ্যায়ের পুত্র এবং কন্যা হিসেবে তাঁরাও কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকবেন, এটাই যেন প্রত্যাশিত ছিল৷ কিন্তু অভিজিতের এই দল বদলের সিদ্ধান্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, সর্বভারতীয় ক্ষেত্রেও বিরাট অস্বস্তিতে পড়তে হল কংগ্রেসকে৷
advertisement
অভিজিৎ অবশ্য এ দিন তৃণমূলে যোগ দিয়ে সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের সুর শোনা গিয়েছে তাঁর গলায়৷ জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ বলেন, 'আমার এখন সবই প্রাক্তন৷ কংগ্রেসের কোনও পদেই আমাকে রাখা হয়নি৷ শুধু প্রাথমিক সদস্য হিসেবেই ছিলাম৷ তিন বছর অন্তর তার মেয়াদও শেষ হয়ে যায়৷ সেটারও পুনর্নবীকরণ হয়নি৷'
advertisement
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দাদার অভিজিতের কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না৷ অভিজিৎ অবশ্য এ দিন তৃণমূল ভবনে বসে দাবি করেছেন, বাবা প্রণব মুখোপাধ্যায় কোনওদিনই তাঁকে কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেননি বা জোরাজুরি করেননি৷
দলের সঙ্গে দূরত্ব তৈরি হলেও পরবর্তী সময়ে সেই কংগ্রেসেরই ক্রাইসিস ম্যান হয়ে উঠেছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে কেন প্রধানমন্ত্রী করা হল না, সেই বিতর্ক তৈরি হলেও রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত রাহুল গান্ধি, সনিয়া গান্ধিদের আস্থাভাজন হয়েই ছিলেন প্রণব৷ অভিজিৎ অবশ্য সেই পথে হাঁটলেন না৷ বরং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে যে তাঁর আস্থা নেই, এ দিন তা বুঝিয়ে দিয়েছেন অভিজিৎ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sharmistha Mukherjee: 'দুঃখজনক', দাদা অভিজিতের দল বদলে হতাশ বোন শর্মিষ্ঠা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement