মেয়ের পড়াশোনা নিয়ে টুইট! সুকান্তর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন শান্তনু
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তাঁর অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাঁর ও তাঁর পরিবারের সম্মান নষ্ট হয়েছে। সমস্যায় পড়েছেন তাঁর মেয়ে। সেই কারণেই এই আইনি পদক্ষেপ।
#কলকাতা: মেয়ের ডাক্তারিতে ভর্তি হওয়া নিয়ে মন্তব্য। এবার বিজেপির রাজ্য সভাপতিকে আইনি নোটিস পাঠাতে চলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন।
তাঁর অভিযোগ, বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে তাঁর ও তাঁর পরিবারের সম্মান নষ্ট হয়েছে। সমস্যায় পড়েছেন তাঁর মেয়ে। সেই কারণেই এই আইনি পদক্ষেপ।
advertisement
প্রসঙ্গত, শান্তনু সেনের মেয়ের কলকাতার আর জি কর হাসপাতালে পড়াশোনা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি, কী ভাবে সাংসদ কন্যা আর জি কর মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তারপরেই সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।
advertisement
নিয়ম বহির্ভূত ভাবে ডাক্তারি পড়ছেন শান্তনু কন্যা। সম্প্রতি এমনই অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি, সোমবার কিছু নথি সমেত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সুকান্ত। প্রশ্ন তোলেন, নিট-এ পিছনের দিকে র্যাঙ্ক করেও কী ভাবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়াশোনার সুযোগ পেয়েছেন শান্তনু কন্যা?
advertisement
এরপরেই পাল্টা টুইটে সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ। টুইটে শান্তনু লেখেন, "আমার মেয়ে বরাবরই মেধাবী। নিজের মেধার জোরেই ও ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। এটা জানা দরকার যে এনইইটি উত্তীর্ণ না হতে পারলে কেউ ডাক্তারি পড়ার সুযোগ পায় না।"
সোমবার সুকান্ত মজুমদারের সঙ্গে টুইট যুদ্ধের পরে এবার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা মৌখিক ভাবেও জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 4:26 PM IST