শেষরক্ষা হল না, জামিনের পর ফের আদালতের নির্দেশে ইডি-র হাতে গ্রেফতার হাওড়ার প্রতারক শৈলেশ পান্ডে
- Published by:Rukmini Mazumder
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
সম্প্রতি নিম্ন আদালত থেকে জামিন পায় শৈলেশ এবং প্রসেনজিৎ। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ED।
কলকাতা: হাইকোর্ট থেকে ইডির হাতে আবারও গ্রেফতার হাওড়ার ব্যবসায়ী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পান্ডে। গ্রেফতার প্রসেনজিৎ দাস-ও। ২০২২ এর অক্টোবর মাস নাগাদ শৈলেশ পাণ্ডের হাওড়ার বাড়ি থেকে ৮ কোটির বেশি টাকা উদ্ধার হয়। ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পান তদন্তকারীরা। সেই সঙ্গে পাওয়া যায় ৫৭ কোটি টাকা লেনদেনের হদিস। সব মিলিয়ে অনলাইন এই প্রতারণার অঙ্ক ১০০ কোটি টাকার বেশি। ঘটনায় গ্রেফতার হয় চারজন। সম্প্রতি নিম্ন আদালত থেকে জামিন পায় শৈলেশ এবং প্রসেনজিৎ। এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ED।
বৃহস্পতিবার দুই অভিযুক্তকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দুই অভিযুক্তের উপস্থিতিতে নিম্ন আদালতের রায় খারিজ করেন বিচারপতি ঘোষ এবং আদালত থেকেই দু'জনকে হেফাজতে নেওয়ার জন্য ইডি- কে নির্দেশ দেন।
সেইমতো আদালত চত্বর থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত শৈলেশ এবং প্রসেনজিৎ-কে। বিকেল তিনটার মধ্যে তাদের নিম্ন আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
advertisement
advertisement
অনলাইনে বিদেশি মুদ্রার কেনাবেচা সংক্রান্ত পাঠ দেওয়ার পাশাপাশি আয়ের সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল শৈলেশ পান্ডে। এক মাসে নিদিষ্ট দু’টি অ্যাকাউন্টে প্রায় ৭৭ কোটি টাকার লেনদেনও হয়েছিল। ভুয়ো নথি দিয়ে অন্যের নামে এই অ্যাকাউন্ট খুলে গোটা কারবার চালাচ্ছিল অভিযুক্তেরা। হাওড়ার শিবপুরে কোটি কোটি নগদ উদ্ধারের প্রাথমিক তদন্তে নেমে এমনই তথ্য হাতে পায় লালবাজার। যদিও ঘটনার পর ফেরার হয়ে যায় অভিযুক্ত শৈলেশ পাণ্ডে এবং তার দুই ভাই। অবশেষে, ২১ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যবসায়ী শৈলেশ পান্ডে। শৈলেশের সঙ্গেই গ্রেফতার করা হয় তার ভাই অরবিন্দ পান্ডে, রোহিত পান্ডে ও এক সহযোগীকে। চারজনকেই গ্রেফতার করে কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশন।
advertisement
ওড়িশা ও গুজরাতে তারা গা-ঢাকা দিয়েছিল অভিযুক্তরা। দু'জনকে গুজরাত ও বাকিদের রাউরকেল্লা থেকে গ্রেফতার করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 2:49 PM IST