Shahjahan Sheikh: ‘বিষ’ ছড়াচ্ছে বিজেপি! সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের

Last Updated:

সন্দেশখালির ঘটনার তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু৷ দাবি জানিয়েছেন, এনআইএ দিয়ে ঘটনার তদন্ত হোক৷ শুভেন্দুর এ হেন দাবি নিয়েও কটাক্ষ করেন কুণাল৷

কলকাতা: সকাল সকাল সন্দেশখালির সরবেড়িয়াতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি৷ তবে লাভ হয়নি৷ কারণ, নেতার বাড়ির দরজায় তালা লাগানো ছিল৷ অনেক ডাকাডাকির পরেও যখন কারও দেখা মিলল না, তখন ফেরার পথ ধরেছিলেন ইডি আধিকারিকেরা৷ সেই সময়েই স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিক ও সিআরপিএফের দল৷ গোটা ঘটনায় ২ ইডি আধিকারিকের মাথাও ফাটে বলে অভিযোগ৷ ইতিমধ্যেই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে উষ্মাপ্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
এই ঘটনার পরে বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে সর্বপ্রথম প্রতিক্রিয়া দিলেন সে দলের কুণাল ঘোষ৷ কুণাল বলেন, ‘‘এই ঘটনা অনভিপ্রেত। কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে এলাকায় প্ররোচনা করছে। আমাদের আবেদন এদের প্ররোচনায় পা দেবেন না। বিজেপি সাম্প্রদায়িক বিষ ছড়াতে চায়। আমরা বলি মানুষ গৃহছাড়া হয়েছে? ওরা ধর্মের নামে কথা বলছে। সাধারণ মানুষ দেখছেন। ওদের কেস না দেখে, শুধু তৃণমূলের বাড়ি যাচ্ছে। কোনও এক জায়গায় মানুষ প্রতিক্রিয়া দেখালেন৷’’
advertisement
আরও পড়ুন: বিরাট প্রতাপ, ভেড়ির ‘বাদশা’! একসময়ের বাম থেকে এখন তৃণমূল, এই নেতার বাড়িতে গিয়েই আক্রান্ত ইডি! কে এই শাহজাহান শেখ?
সন্দেশখালির ঘটনার তদন্তে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু৷ দাবি জানিয়েছেন, এনআইএ দিয়ে ঘটনার তদন্ত হোক৷ শুভেন্দুর এ হেন দাবি নিয়েও কটাক্ষ করেন কুণাল৷
advertisement
নেতার কথায়, ‘‘শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হয় না। আর এখানে ধারাবাহিক ভাবে তৃণমূল নেতাদের বাড়ি হচ্ছে তল্লাশি। এরা আতঙ্ক করছে তল্লাশির নামে। এই বিভিন্ন এলাকায় প্ররোচনা ধারাবাহিক ভাবে করছেন। এর নিন্দা করছি। পাগলের মতো তল্লাশি করছে। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী করছে। বিরোধীদের কাজ এইসব করা। অন্য রাজ্যে এর থেকে অনেক বেশি ঘটনা ঘটেছে। চোখের সামনে মণিপুর আছে। নিজেরা পারছে না। এজেন্সি পাঠাচ্ছে। নিরপেক্ষ তদন্ত হোক।’’
advertisement
সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। রাজ্যপাল কেন ঘোষণা করেছেন না যে, এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? প্রশ্ন করেছেন বিচারপতি। যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কীভাবে হবে? এমনও প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতির মন্তব্য নিয়েও নিজের প্রতিক্রিয়া জানান কুণাল৷
কুণালের কথায়, ‘‘প্রধান বিচারপতির উচিত জাস্টিস গঙ্গোপাধ্যায়কে অবিলম্বে বামেদের ব্রিগেডে পাঠানো। অন্য রাজ্য হলে চুপ কেন থাকেন? পলিটিকাল উইশলিস্ট বলে দিচ্ছেন উনি। উনি কি সিবিআই বা ইডি’র মুখপাত্র। ওঁর বক্তৃতা দেওয়ার ইচ্ছা থাকলে উনি টিফিন টাইমে হাইকোর্টে বাইরে বক্তৃতা দিন।’’
advertisement
এদিন সন্দেশখালিতে বিক্ষুব্ধ স্থানীয়দের হাতে আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও৷ নিউজ ১৮ বাংলার প্রতিনিধি ও ক্যামেরাপার্সনও ঘটনায় আহত হন৷ এদিন সংবাদমাধ্যমের উপরে হামলার ঘটনা নিয়ে কুণাল বলেন, ‘‘সংবাদমাধ্যমকে সম্মান করি। তাদের কাজ করতে দিন। তাদের উপরে আঘাত কাম্য নয়। গোটা ঘটনার দায় ও দায়িত্ব বিজেপির।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shahjahan Sheikh: ‘বিষ’ ছড়াচ্ছে বিজেপি! সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement