কলা বিভাগে বিপুল জয় পেল এসএফআই, ইঞ্জিনিয়ারিংয়ে জয় পেল ডিএসএফ
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
তিন বছর আগের ফলাফলেরই পুনরাবৃত্তি হলো এবারের ছাত্রভোটেও
#কলকাতা: যাদবপুরের ছাত্র ভোটে হারজিতের হিসেবে মোটের ওপর বহাল রইল স্থিতাবস্থা । তিন বছর আগের ফলাফলেরই পুনরাবৃত্তি হলো এবারের ছাত্রভোটেও। ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সংসদের ক্ষমতা দখলে রাখল ডিএসএফ। ভোটের ব্যবধান বাড়িয়ে কলা বিভাগের ক্ষমতাও এসএফআই নিজেদের দখলে রাখল। অন্যদিকে সায়েন্সে ডাব্লু টি আই নিজেদের দখলে রাখল ছাত্র সংসদ। কিন্তু তার মধ্যেও রয়ে গেল চমক। ইঞ্জিনিয়ারিং বিভাগে চমক দিয়ে শক্তিবৃদ্ধি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। প্রথমবার লড়াই করে এসএফআই কে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ইঞ্জিনিয়ারিং এ সেভাবে দাগ কাটতে না পারলেও কলা বিভাগে নিজেদের ক্ষমতা বাড়ালো তৃণমূল ছাত্র পরিষদ।
গোটা রাজ্যের অন্যান্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের মত যাদবপুরেও বছর তিনেক বন্ধ ছিল ছাত্র সংসদের নির্বাচন। গত বুধবার সেই নির্বাচন হয়। বৃহস্পতিবার ভোট গণনা হল। বিজ্ঞান বিভাগের গণনায় সবার আগে শেষ হয়। এই বিভাগের কেন্দ্রীয় প্যানেলের ভোটেও ডাব্লু টি আই প্রার্থীদেরই জয়জয়কার। সিপিএমের ছাত্রসংগঠন এসএফআই সেখানে দ্বিতীয়় সর্বোচ্চ ভোট পেয়েছে। পরিসংখ্যান বলছে, বিজ্ঞান বিভাগে কেন্দ্রীয় প্যানেলের চেয়ারপার্সন পদে ডব্লিউটি আই পেয়েছেে ১ হাজার ১৩ টি ভোট যেখানে এসএফআই পেয়েছে ২১৬টি ভোট। সাধারণ সম্পাদকের পদে লড়াইয়ে ডাব্লু টি আই পেয়েছে ১ হাজার ১টি ভোট সেখানে এসএফআই পেয়েছে ২৩১ টি ভোট। সহকারি সাধারণ সম্পাদক পদে ডাব্লু টি আই পেয়েছে ৯০৬ টি ভোট এসএফআই পেয়েছে ২০৬ টি ভোট। সান্ধ্য বিভাগের সহসাধারণ সম্পাদক পদে লড়াইয়েে ডাব্লু টি আই পেয়েছে ১১২ টি ভোট। এসএফআই পেয়েছে ৩৬ টি ভোট। বিজ্ঞান বিভাগে অবশ্য এবিভিপি কোন প্রার্থী দেয়নি।
advertisement
যদিও ইঞ্জিনিয়ারিং বিভাগে কেন্দ্রীয় প্যানেল ও ক্লাস দখলের লড়াইতে শক্তিশালী জায়গায়় ডিএসএফ। নকশালপন্থী এই ছাত্র সংগঠন বরাবরই শক্তিশালী ইঞ্জিনিয়ারিং বিভাগে। শেষ নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের দখল ছিল ডিএসএফ হাতেই। এবারও তারই পুনরাবৃত্তি হলো। কিন্তুুু এই বিভাগে চমকেে দিয়েছ সংঘ তথা বিজেপি ঘনিষ্ঠ এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্যানেলে এই প্রথমেই তারা প্রার্থী দিয়েছিল। প্রথমবারেই তাদের দ্বিতীয় স্থানে উঠে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
advertisement
advertisement
কিন্তু সায়েন্সের মতোই কলা বিভাগের দখলও ধরে রেখেছে এসএফআই। বিভাগের কেন্দ্রীয়় প্যানেলের চারটির মধ্যে চারটিতেই জিতেছে এসএফআই। তবে শক্তি বাড়িয়েছে টিএমসিপি ও। ক্লাস প্রতিনিধির ২৭ টি আসনে জয়় পেয়েছে তারা। তবে কলা বিভাগে শক্তি বাড়লেও তৃণমূলের অস্বস্তি কার্যত বাড়ছে এবিভিপির আচমকা শক্তিবৃদ্ধিতে।
SOMRAJ BONDOPADHAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2020 9:22 PM IST