SFI on INDIA Alliance: মাথায় কেবল 'INDIA', আর কাঁধে এবার বিরাট গুরুদায়িত্ব! পথে নামল এসএফআই

Last Updated:

SFI on INDIA: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে একাধিক কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠনটি।

এসএফআইয়ের ক্যাম্পেন শুরু
এসএফআইয়ের ক্যাম্পেন শুরু
কলকাতা: ছাত্রদের কাছে RSS-BJP-র ‘বিপদ’ বোঝাতে এবার বাড়তি উদ্যোগ নিচ্ছে SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে BJP-কে হারানোর প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রথমে সংগঠনের কর্মীদের কাছে, তারপর বৃহত্তর ছাত্রসমাজের কাছে পৌঁছচ্ছে SFI। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে SFI-এর ১৬০০+ ইউনিট ও ৪১৪ টি লোকাল কমিটি রয়েছে। প্রতিটি ইউনিট ও লোকাল কমিটিতে আলোচনাসভা করে I.N.D.I.A. গড়ে ওঠার প্রেক্ষিত, দেশে BJP-কে পরাস্ত করা নিয়ে চর্চা করবে বাম ছাত্র সংগঠন।
তবে দেশব্যাপী জোটের স্বপক্ষে আলোচনা করলেও এ রাজ্যে BJP-র পাশাপাশি তৃণমূলকে পরাস্ত করার প্রয়োজনীয়তা নিয়েও চর্চা করবেন ছাত্রকর্মীরা। কিংবদন্তি প্রাক্তন ছাত্রনেতা তথা প্রয়াত বাম নেতা সুভাষ চক্রবর্তী (প্রয়াণ ৩ অগাস্ট, ২০০৯) ও শ্যামল চক্রবর্তী (প্র‍য়াণ ৬ অগাস্ট, ২০২০)’ প্রয়াণ দিবস উপলক্ষে ৩-৬ অগাস্ট এই পরিকল্পনা করা হয়েছে এসএফআই-এর তরফে। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে “নাথুরামের ভারত বনাম ক্ষুদিরামের ভারত” বিষয়ের উপর সভা করবে SFI।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাত খেলে ওজন বাড়ে, রুটি খেলে কমে? ওজন কমানোর ডায়েটে কোনটা সঠিক জানুন
১২-১৫ অগাস্ট রাজ্যজুড়ে সমস্ত লোকাল কমিটিকে যুক্ত করে ‘Azadi Rally’ অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় পতাকা ও SFI-এর পতাকা-সহ। থাকবে মনীষীদের ছবি ও বক্তব্য সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড। ৬ ও ৯ অগাস্ট হিরোশিমা-নাগাসাকি দিবসে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির আহ্বান রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি সংগঠিত হবে রাজ্যজুড়ে। যুক্তিবাদ ও বিজ্ঞানচর্চার উদ্দেশে অনলাইন আলোচনা হবে ফেসবুক পেজকে ব্যবহার করেও।
advertisement
আরও পড়ুন: চিংড়ি খেতে ভালবাসেন? এভাবে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
সূত্রের খবর, প্রত্যেকটি আলোচনাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, “আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে আদর্শগত লড়াই বামপন্থীদের। সেই লড়াইকে সমগ্র ছাত্রসমাজের কাছে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা যেমন থাকবে, একইসঙ্গে বোঝানো হবে I.N.D.I.A. গঠনের প্রেক্ষিতও। তবে, পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোতে তৃণমূলী অত্যাচার ও দুর্নীতি ছাড় দেওয়া হবে না বক্তৃতার সময়ে।” জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে এক সুরে রাজনীতি করলেও অগাস্ট-সেপ্টেম্বর জুড়ে জেলায় জেলায় তৃণমূলবিরোধী ইউনিয়ন গড়তে এবং অবিলম্বে স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে পথে নামবে SFI।
advertisement
সাহ্নিক ঘোষ
বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI on INDIA Alliance: মাথায় কেবল 'INDIA', আর কাঁধে এবার বিরাট গুরুদায়িত্ব! পথে নামল এসএফআই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement