SFI on INDIA Alliance: মাথায় কেবল 'INDIA', আর কাঁধে এবার বিরাট গুরুদায়িত্ব! পথে নামল এসএফআই
- Published by:Raima Chakraborty
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
SFI on INDIA: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে একাধিক কর্মসূচি নিয়েছে বাম ছাত্র সংগঠনটি।
কলকাতা: ছাত্রদের কাছে RSS-BJP-র ‘বিপদ’ বোঝাতে এবার বাড়তি উদ্যোগ নিচ্ছে SFI পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে BJP-কে হারানোর প্রয়োজনীয়তা সম্বন্ধে প্রথমে সংগঠনের কর্মীদের কাছে, তারপর বৃহত্তর ছাত্রসমাজের কাছে পৌঁছচ্ছে SFI। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে SFI-এর ১৬০০+ ইউনিট ও ৪১৪ টি লোকাল কমিটি রয়েছে। প্রতিটি ইউনিট ও লোকাল কমিটিতে আলোচনাসভা করে I.N.D.I.A. গড়ে ওঠার প্রেক্ষিত, দেশে BJP-কে পরাস্ত করা নিয়ে চর্চা করবে বাম ছাত্র সংগঠন।
তবে দেশব্যাপী জোটের স্বপক্ষে আলোচনা করলেও এ রাজ্যে BJP-র পাশাপাশি তৃণমূলকে পরাস্ত করার প্রয়োজনীয়তা নিয়েও চর্চা করবেন ছাত্রকর্মীরা। কিংবদন্তি প্রাক্তন ছাত্রনেতা তথা প্রয়াত বাম নেতা সুভাষ চক্রবর্তী (প্রয়াণ ৩ অগাস্ট, ২০০৯) ও শ্যামল চক্রবর্তী (প্রয়াণ ৬ অগাস্ট, ২০২০)’ প্রয়াণ দিবস উপলক্ষে ৩-৬ অগাস্ট এই পরিকল্পনা করা হয়েছে এসএফআই-এর তরফে। ১১ অগাস্ট ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে রাজ্যজুড়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে “নাথুরামের ভারত বনাম ক্ষুদিরামের ভারত” বিষয়ের উপর সভা করবে SFI।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাত খেলে ওজন বাড়ে, রুটি খেলে কমে? ওজন কমানোর ডায়েটে কোনটা সঠিক জানুন
১২-১৫ অগাস্ট রাজ্যজুড়ে সমস্ত লোকাল কমিটিকে যুক্ত করে ‘Azadi Rally’ অনুষ্ঠিত হবে ভারতের জাতীয় পতাকা ও SFI-এর পতাকা-সহ। থাকবে মনীষীদের ছবি ও বক্তব্য সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড। ৬ ও ৯ অগাস্ট হিরোশিমা-নাগাসাকি দিবসে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতির আহ্বান রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ইত্যাদি সংগঠিত হবে রাজ্যজুড়ে। যুক্তিবাদ ও বিজ্ঞানচর্চার উদ্দেশে অনলাইন আলোচনা হবে ফেসবুক পেজকে ব্যবহার করেও।
advertisement
আরও পড়ুন: চিংড়ি খেতে ভালবাসেন? এভাবে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে! জানুন
সূত্রের খবর, প্রত্যেকটি আলোচনাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, “আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে আদর্শগত লড়াই বামপন্থীদের। সেই লড়াইকে সমগ্র ছাত্রসমাজের কাছে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ। জাতীয় শিক্ষানীতির বিরোধিতা যেমন থাকবে, একইসঙ্গে বোঝানো হবে I.N.D.I.A. গঠনের প্রেক্ষিতও। তবে, পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলোতে তৃণমূলী অত্যাচার ও দুর্নীতি ছাড় দেওয়া হবে না বক্তৃতার সময়ে।” জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে এক সুরে রাজনীতি করলেও অগাস্ট-সেপ্টেম্বর জুড়ে জেলায় জেলায় তৃণমূলবিরোধী ইউনিয়ন গড়তে এবং অবিলম্বে স্বচ্ছ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে পথে নামবে SFI।
advertisement
সাহ্নিক ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 1:31 PM IST