পার্ক স্ট্রিটে স্পায়ের আড়লে মধুচক্র, ধৃত ওড়িশার প্রাক্তন বিধায়ক

Last Updated:

স্পায়ের আড়লে মধুচক্র। আর সেখান থেকেই গ্রেফতার ওড়িশার প্রাক্তন বিজেডি বিধায়ক নবীন নন্দা।

#কলকাতা: স্পায়ের আড়লে মধুচক্র। আর সেখান থেকেই গ্রেফতার ওড়িশার প্রাক্তন বিজেডি বিধায়ক নবীন নন্দা। অন্তর্বর্তী জামিন পেলেও তাঁর আচরণে দানা বেঁধেছে রহস্য। পুলিশ সূত্রে খবর, ওড়িশায় তাঁর নামে নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। এদিকে, কলকাতায় যে হোটেলে তিনি উঠেছিলেন, সেখানেও নিজের বিধায়ক পরিচয় গোপন রেখেছিলেন নবীন।
স্পা, বিউটি পার্লারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ। লালবাজারের অভিযানে গ্রেফতার আঠারো। অভিযুক্তদের মধ্যে ছিলেন নবীন নন্দাও। রবিবার ধৃতদের শিয়ালদা আদালতে পেশ করা হলে নবীন সহ বারো জন জামিন পেয়ে যান।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পারে..
-- ৩০ জুন থেকেই নিখোঁজ ছিলেন নবীন নন্দা
-- পরিবারের তরফে নিখোঁজ ডায়েরিও করা হয়
গত শনিবার বিকেলে রবিনসন স্ট্রিটের একটি হোটেলে ওঠেন নবীন। হোটেলকর্মীদের দাবি, প্রাক্তন বিধায়কের পরিচয় গোপন রেখেছিলেন তিনি। সোমবার সকাল এগারোটা নাগাদ হোটেল থেকে চেক আউট করেন। পুলিশ সূত্রে খবর,
-- শনিবার থেকেই মোবাইল বন্ধ করে দেন নবীন
advertisement
-- মোবাইলে যোগাযোগ করতে না পেরেই নিখোঁজ ডায়েরি করে পরিবার
প্রাথমিক জেরায় নবীন পুলিশকে জানিয়েছিলেন, মধুচক্রের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পকেটমারকে তাড়া করেই ওই স্পার সামনে পৌঁছন তিনি। যদিও সরকারি আইনজীবীর দাবি, যে স্পায় এই মধুচক্র চলত, তার রেজিস্টারে কাস্টমার হিসাবে নবীনের স্বাক্ষর মিলেছে। আগামী তেরোই জুলাই ফের আদালতে হাজিরা দিতে হবে তাঁকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্ক স্ট্রিটে স্পায়ের আড়লে মধুচক্র, ধৃত ওড়িশার প্রাক্তন বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement