#কলকাতা: সল্টলেক সেক্টর-২-এর এক হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। সিআইডি-এর গোপন অভিযানে উদ্ধার নাবালিকা সহ পাঁচ মহিলা। হোটেলে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে হোটেল ম্যানেজার সহ আরও একজনকে।
শহরের অভিজাত এলাকাতে সকলের চোখের সামনেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা। বাগুইহাটির পর এবার সল্টলেক। গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেক সেক্টর-২-এর ওই হোটেল হানা দেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাতেই ফাঁস হয় হোটেলে একদল অসাধু লোকের কার্যকলাপ। মধুচক্রের আসর থেকে উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে বেশিরভাগই নাবালকই।
আরও পড়ুন
এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে বিধাননগর পূর্ থানার পুলিশ। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CID, Honey Trap, Saltlake Hotel, Sex Racket, Sex Racket Busted