বাংলায় অনেক জায়গায় লকডাউন মানা হচ্ছে না, কড়া চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Last Updated:

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধানকে৷ কলকাতার কোন কোন জায়গায় লকডাউন মানা হচ্ছে না, তাও চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

#কলকাতা: পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় লকডাউনের বিধি ভাঙা হচ্ছে৷ লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না৷ রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক চিঠি দিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, পুলিশ প্রধানকে৷ কলকাতার কোন কোন জায়গায় লকডাউন মানা হচ্ছে না, তাও চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
কেন্দ্রীয় সরকারের চিঠি কেন্দ্রীয় সরকারের চিঠি
স্বরাষ্ট্রমন্ত্রক চিঠিতে লিখেছে, অত্যাবশ্যকীয় নয় এমন দোকানকেও ছাড় দেওয়া হচ্ছে লকডাউনে৷ সবজি, মাছের বাজারে কোনও নিয়ন্ত্রণ নেই৷ কলকাতার একাংশে লকডাউন অমান্য করা হচ্ছে৷ মানিকতলা, নারকেলডাঙা, রাজাবাজার, তপসিয়া, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ, একবালপুরে লকডাউন মানা হচ্ছে না৷ কিছু ক্ষেত্রে ধর্মীয় জমায়েতও চলছে৷ সংক্রমণ রুখতে দ্রুত এ সব বন্ধ হোক৷ এই ধরনের কাজের মাধ্যমে ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সময়ে সময়ে যে নির্দেশ পাঠাচ্ছে তা লঙ্ঘিত হচ্ছে এবং এটা এই আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
advertisement
advertisement
লকডাউন না মানলে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দ্রুত একটি রিপোর্টও পাঠাতে বলা হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় অনেক জায়গায় লকডাউন মানা হচ্ছে না, কড়া চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement