Kasba Update: ভয় দেখিয়ে বের করে দিয়েছিল মনোজিৎ, কসবা গণধর্ষ*ণ কাণ্ডে অবশেষে জামিন পেলেন কলেজের নিরাপত্তারক্ষী

Last Updated:

Kasba Update: কসবা গণধর্ষণের ঘটনায় আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিন পেলেন নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়৷

রাত নটা বেজে দশ নাগাদ মনোজিত জইব ও প্রমিত তারা জোর করে বা বলপূর্বক নির্যাতিতাকে নিয়ে আসছে সেটাও সিসিটিভি ক্যামেরার ফুটেছে ধরা পড়েছে। গার্ডের রুম এবং ইউনিয়ন রুমের মাঝামাঝি তাদের মুভমেন্ট ধরা পড়েছে। এরপর অভিযোগকারিনী কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছেন সেটাও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছে।
রাত নটা বেজে দশ নাগাদ মনোজিত জইব ও প্রমিত তারা জোর করে বা বলপূর্বক নির্যাতিতাকে নিয়ে আসছে সেটাও সিসিটিভি ক্যামেরার ফুটেছে ধরা পড়েছে। গার্ডের রুম এবং ইউনিয়ন রুমের মাঝামাঝি তাদের মুভমেন্ট ধরা পড়েছে। এরপর অভিযোগকারিনী কলেজ চত্বর ছেড়ে বেরোচ্ছেন সেটাও সিসিটিভি ক্যামেরায় পাওয়া গিয়েছে।
কসবা: কসবা গণধর্ষণের ঘটনায় আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিন পেলেন নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়৷
২০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত৷ পিনাকী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দিবেন্দ্যু ভট্টাচার্য জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে আদালতে নির্যাতিতার বয়ান ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! আগামী ৮০ দিন সবচেয়ে ভয়ঙ্কর, বাবা ভাঙ্গার হাড়হিম ভবিষ্যদ্বাণী মিললেই…, ২০২৬ সালে কী অপেক্ষা করছে?
আদালতে তিনি দাবি করেন, নিরাপত্তারক্ষী সরাসরি ধর্ষণের ঘটনায় জড়িত নন। তাকে ভয় দেখিয়ে জোর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
আরওপড়ুন-অক্টোবরেই লাগবে ‘লটারি’…! সূর্য-বুধের মহামিলনে ৫ রাশির জ্যাকপট, দীপাবলিতেই উপচে পড়বে কাঁড়ি কাঁড়ি টাকা, খুলবে পোড়া কপাল
মনোজিৎ ও তার সঙ্গীরা যথেষ্টই প্রভাবিত, তাই কোনও প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি নিরাপত্তারক্ষী। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজেও দেখা গেছে কীভাবে বসিয়ে রাখা হয়েছিল নিরাপত্তারক্ষীকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Update: ভয় দেখিয়ে বের করে দিয়েছিল মনোজিৎ, কসবা গণধর্ষ*ণ কাণ্ডে অবশেষে জামিন পেলেন কলেজের নিরাপত্তারক্ষী
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement