Howrah News: রবিবার টানা ৯ ঘন্টা ৩০ মিনিট বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! হাওড়া থেকে কলকাতা কোন পথে যাবেন জানুন

Last Updated:

Second Hooghly Bridge: রবিবার এবার টানা ৯ ঘণ্টা ৩০ মিনিট দ্বিতীয় হুগলি সেতু বন্ধ, কোন পথে হাওড়া-কলকাতার যান চলাচল জানুন

রবিবার টানা ৯ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
রবিবার টানা ৯ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
হাওড়া: আবার যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে! হাওড়া থেকে কলকাতা কোন পথে যাবেন জানুন বিস্তারিত। সেতু মেরামতির কারণে আগামী ০২.১১.২৫ তারিখে কয়েক ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের। বিজ্ঞপ্তিতে জানান হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘন্টা যাতায়াত বন্ধ থাকবে। সকাল ০৫.০০ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত।কেবল ও বিয়ারিং প্রতিস্থাপন ইত্যাদির কাজের কারণে এই নির্দেশিকা।
যান চলাচলের ক্ষেত্রে যে সমস্ত নির্দেশিকা ভারত সিটি পুলিশের তরফ থেকে জানান হয়। বিদ্যাসাগর সেতুর পরিবর্তে, বিকল্প পথ হিসেবে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে।
advertisement
advertisement
প্রথমত, বিদ্যাসাগর সেতু ব্যবহার করে কোলকাতার দিকে যেতে ইচ্ছুক পণ্যবাহী সমস্ত যান হাওড়া সেতু (রবীন্দ্র সেতু) / নিবেদিতা সেতু / ওল্ড বালি সেতু (বিবেকানন্দ সেতু) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এনএইচ ১৬ বরাবর কোলাঘাটের দিক থেকে আসা পণ্যবাহী যান যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলাগড়-নিবরা-সলোপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
ডানকুনি দিক থেকে আসা পণ্যবাহী যান, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান। তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান। তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া- জিটি রোড- বটইতলা- আন্দুল রোড- আলমপুর- এনএইচ ১৬ – ধুলাগড়- রানিহাটি বা হ্যাং সাং ক্রসিং – কোনা এক্সপ্রেসওয়ে – নিবরা – বাম মোড় – এএইচ ১৬ – অঙ্কুরহাটি – ধুলাগড়- কোলাঘাটের দিকে যাওয়ার জন্য রানিহাটি।
advertisement
পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং- কোনা এক্সপ্রেসওয়ে- এন এইচ ১৬- পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা হ্যাং সাং ক্রসিং-ডান মোড়- সাইলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬ – পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতপাড়া।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah News: রবিবার টানা ৯ ঘন্টা ৩০ মিনিট বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! হাওড়া থেকে কলকাতা কোন পথে যাবেন জানুন
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement