Local Train Passengers: লোকাল ট্রেনের যাত্রীদের জন্য বিরাট খবর! ঢেলে সাজানো হল হালিশহর-নৈহাটি বিভাগ! সম্পন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Local Train Passengers: যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিয়ালদহ বিভাগ এবং কর্তৃপক্ষ আশাবাদী যে যাত্রীরা এই উন্নয়নের সুফল উপভোগ করবেন।
কলকাতা : শিয়ালদহ বিভাগের তরফে জানানো হয়েছে হালিশহর-নৈহাটি রেলপথের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প সফলভাবে এবং নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পয়েন্ট নম্বর ১৫৮A/১৫৯-এর আধুনিকীকরণ, ভারী রেলের মাধ্যমে ট্র্যাক নবীকরণ এবং ভূমি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে, যা ট্রেন চলাচলের নিরাপত্তা, গতি এবং নির্ভরযোগ্যতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।
উন্নয়নমূলক কাজের প্রধান দিকসমূহ হল –
✔ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো পয়েন্ট প্রতিস্থাপন করা হয়েছে, যা ট্রেন চলাচল আরও মসৃণ ও কার্যকর করবে।✔ প্রচলিত ৫২ কেজি রেলের পরিবর্তে ৬০ কেজি রেল বসানো হয়েছে, যা ট্র্যাকের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করবে এবং ট্রেনের গতি আরও বাড়াবে।✔ নতুন ট্র্যাক পরিকাঠামো মসৃণভাবে স্থাপন করার জন্য ভূমি সংশোধন করা হয়েছে, যা ট্রেন চলাচলের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।✔ অত্যাধুনিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে নতুন পরিকাঠামোর দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
advertisement
উন্নয়নের প্রধান সুবিধাসমূহ:
✔ সিগন্যাল ব্যর্থতার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, যার ফলে ট্রেন চলাচল আরও নিরবচ্ছিন্ন হবে।✔ আধুনিক সিগন্যালিং ব্যবস্থা, উন্নত ট্র্যাক ও পয়েন্ট প্রযুক্তি যাত্রীদের জন্য বিলম্ব এবং ব্যাঘাত কমিয়ে আনবে।✔ ভারী রেল ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ট্রেনের গতি বৃদ্ধি পাবে, ফলে যাত্রার সময় কমে যাবে।✔ ট্রেন চলাচলের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে, ফলে যাত্রীরা আরও সুবিধাজনক ও সময়ানুবর্তী পরিষেবা উপভোগ করবেন।
advertisement
advertisement
আরও পড়ুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? দেখে নিন
শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম বলেন,”হালিশহর-নৈহাটি সেকশনের এই উন্নয়নমূলক প্রকল্প নিরাপত্তা ও দক্ষতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি। ভারী রেল, আধুনিক পয়েন্ট প্রযুক্তি ও ভূমি উন্নয়নের ফলে ট্রেন চলাচলের গতি ও নির্ভরযোগ্যতা অনেক বৃদ্ধি পাবে। এছাড়াও, সিগন্যাল ব্যর্থতার ঝুঁকি কমে যাওয়ায় যাত্রীদের বিলম্বের সম্মুখীন হতে হবে না।” উল্লেখযোগ্যভাবে, এই প্রকল্প নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে সম্পন্ন করা হয়েছে, যা সংশ্লিষ্ট দলগুলোর কর্মদক্ষতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি।
advertisement
যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিয়ালদহ বিভাগ এবং কর্তৃপক্ষ আশাবাদী যে যাত্রীরা এই উন্নয়নের সুফল উপভোগ করবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 9:06 AM IST