Sealdah First Class Local: মাতৃভূমি লোকালে শুরু যাত্রা, শিয়ালদহ ডিভিশনে প্রথম শ্রেণির কামরা দৌড়বে রবিবার

Last Updated:

Sealdah First Class Local: প্রথম শ্রেণির লোকাল ট্রেন ছুটবে শিয়ালদহ ডিভিশনে। আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে শিয়ালদহে প্রথম শ্রেণির কামরা।

প্রথম শ্রেণীর কামরা আজ দৌড় শুরু করবে শিয়ালদহ ডিভিশনে
প্রথম শ্রেণীর কামরা আজ দৌড় শুরু করবে শিয়ালদহ ডিভিশনে
এবার প্রথম শ্রেণির লোকাল ট্রেন ছুটবে শিয়ালদহ ডিভিশনে। আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে শিয়ালদহে প্রথম শ্রেণির কামরা। রানাঘাট-শিয়ালদহ অংশে মাতৃভূমি লোকালে চলবে এই প্রথম শ্রেণির কামরা-সহ লোকাল ট্রেন। ধাপে ধাপে অন্য অংশেও তা বাড়ানো হবে। আজ রানাঘাট থেকে এর যাত্রা শুরু হতে চলেছে।
জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলক ভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷ উল্লেখ্য, কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফল ভাবে চলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রেও। তাই পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই পশ্চিম এবং মধ্য রেলের তরফে এসি লোকাল ট্রেন চালানো হয়। মুম্বইতে দারুণ জনপ্রিয় হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা। এই আবহে বাংলায় প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে একটি রুটে। এরপর যাত্রীদের মন বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ। তবে এসি রেকের লোকাল ট্রেনের ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি পূর্ব রেলের তরফে।
advertisement
বর্তমানে ওয়েস্টার্ন রেলে চলে আটটি এসি লোকাল আর মধ্য রেলে চলে পাঁচটি। আপাতত সেন্ট্রাল রেল বা মধ্য রেলে এসি লোকাল ট্রেনের বাড়ানোর কোনও খবর নেই। তবে পূর্ব রেলের অধীনে এসি লোকাল চললে উপকৃত হবে বহু মানুষ। এই লাইনে এত বেশি মানুষ যাতায়াত করেন, তাতে লাভের অঙ্কও বাড়বে রেলের।
সম্প্রতি রেলের তরফে ১২ কোচের এসি রেক তৈরি করার কথা বলা হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে। মোট ৮টি এসি ট্রেন তৈরির কথা বলা হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে-কে দেওয়া হবে ৪টি ট্রেন। ২০২৩-২৪-এ দু’টি ও ২০২৪-২৫-এ আরও দু’টি ট্রেন পাবে। এছাড়া পূর্ব রেল, দক্ষিণ রেলের জন্যও বরাদ্দ হয়েছে ট্রেন। পূর্ব রেল দুটি ট্রেন পাবে বলে সূত্রের খবর। হাওয়া ও শিয়ালদহ- দুই ডিভিশনই পূর্ব রেলের অধীন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah First Class Local: মাতৃভূমি লোকালে শুরু যাত্রা, শিয়ালদহ ডিভিশনে প্রথম শ্রেণির কামরা দৌড়বে রবিবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement