Sealdah First Class Local: মাতৃভূমি লোকালে শুরু যাত্রা, শিয়ালদহ ডিভিশনে প্রথম শ্রেণির কামরা দৌড়বে রবিবার
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Sealdah First Class Local: প্রথম শ্রেণির লোকাল ট্রেন ছুটবে শিয়ালদহ ডিভিশনে। আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে শিয়ালদহে প্রথম শ্রেণির কামরা।
এবার প্রথম শ্রেণির লোকাল ট্রেন ছুটবে শিয়ালদহ ডিভিশনে। আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হচ্ছে শিয়ালদহে প্রথম শ্রেণির কামরা। রানাঘাট-শিয়ালদহ অংশে মাতৃভূমি লোকালে চলবে এই প্রথম শ্রেণির কামরা-সহ লোকাল ট্রেন। ধাপে ধাপে অন্য অংশেও তা বাড়ানো হবে। আজ রানাঘাট থেকে এর যাত্রা শুরু হতে চলেছে।
জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যে কোনও একটিতে আগামী দিনে পরীক্ষামূলক ভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷ উল্লেখ্য, কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফল ভাবে চলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রেও। তাই পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই পশ্চিম এবং মধ্য রেলের তরফে এসি লোকাল ট্রেন চালানো হয়। মুম্বইতে দারুণ জনপ্রিয় হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা। এই আবহে বাংলায় প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে একটি রুটে। এরপর যাত্রীদের মন বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ। তবে এসি রেকের লোকাল ট্রেনের ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি পূর্ব রেলের তরফে।
advertisement
বর্তমানে ওয়েস্টার্ন রেলে চলে আটটি এসি লোকাল আর মধ্য রেলে চলে পাঁচটি। আপাতত সেন্ট্রাল রেল বা মধ্য রেলে এসি লোকাল ট্রেনের বাড়ানোর কোনও খবর নেই। তবে পূর্ব রেলের অধীনে এসি লোকাল চললে উপকৃত হবে বহু মানুষ। এই লাইনে এত বেশি মানুষ যাতায়াত করেন, তাতে লাভের অঙ্কও বাড়বে রেলের।
সম্প্রতি রেলের তরফে ১২ কোচের এসি রেক তৈরি করার কথা বলা হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে। মোট ৮টি এসি ট্রেন তৈরির কথা বলা হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন রেলওয়ে-কে দেওয়া হবে ৪টি ট্রেন। ২০২৩-২৪-এ দু’টি ও ২০২৪-২৫-এ আরও দু’টি ট্রেন পাবে। এছাড়া পূর্ব রেল, দক্ষিণ রেলের জন্যও বরাদ্দ হয়েছে ট্রেন। পূর্ব রেল দুটি ট্রেন পাবে বলে সূত্রের খবর। হাওয়া ও শিয়ালদহ- দুই ডিভিশনই পূর্ব রেলের অধীন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2024 11:53 AM IST