Sealdah Division: মেট্রোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামো 

Last Updated:

শহরতলির পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য শিয়ালদহ বিভাগ আরও এসি EMU লোকাল চালু করবে ৷

মেট্রোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামো 
মেট্রোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামো 
আবীর ঘোষাল, কলকাতা: গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে একসঙ্গে ৩টি মেট্রো সেকশন খোলার পর, শহরতলির পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে যার ফলে শিয়ালদহ বিভাগকে আরও পরিষেবা প্রদাণের মাধ্যমে এই পরিবহণ বিপ্লবের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। শিয়ালদহ, দমদম জংশন এবং দমদম ক্যান্টনমেন্টের মতো প্রধান ইন্টারচেঞ্জ পয়েন্টগুলিতে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক অতীতে, শিয়ালদহ বিভাগ শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে একটি এসি ইএমইউ লোকাল চালু করেছে এবং পরিষেবাটি বাণিজ্যিকভাবে কার্যকর করেছে। রেলওয়ে স্টেশনগুলিতে, বিশেষ করে শিয়ালদহ, বিধাননগর রোড, দমদম, দমদম ক্যান্টের মতো জায়গায় ক্রমবর্ধমান যানজট কমাতে, বিভাগ সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রতিদিনের যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন বিভাগে আরও ইএমইউ পরিষেবা বৃদ্ধির কথা ভাবছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে, শিয়ালদহ ডিভিশন আরও দুটি এসি ইএমইউ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
রানাঘাট – বনগাঁ – শিয়ালদহ এসি লোকাল রানাঘাট থেকে ৭.১১ মিনিটে ছেড়ে যাবে, ৭টা ৫২-তে পৌঁছবে এবং ৯.৩৭ টায় শিয়ালদহে পৌঁছাবে। ইউপি এসি পরিষেবা শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬ টায ১৪ মিনিটে ছেড়ে যাবে, রাত ৮টা ৪ মিনিটে বনগাঁ পৌঁছবে এবং রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাট শেষ করবে। শিয়ালদহ– কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ৯টা ৪৬ মিনিটে ছেড়ে ১২টা ৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে। ডাউন এসি লোকাল কৃষ্ণনগর থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে।
advertisement
advertisement
এছাড়াও, যাত্রীদের ভিড় সামলাতে সন্ধ্যার ব্যস্ত সময়ে বিধাননগর থেকে আরও ইএমইউ পরিষেবা চালু করার জন্য শিয়ালদহ বিভাগ প্রস্তুতি নিচ্ছে। একটি নতুন বিধাননগর – কল্যাণী ইএমইউ ট্রেন বিধাননগর থেকে সন্ধ্যা ৭:২৮ মিনিটে ছেড়ে কল্যাণীতে ৮টা ৩৬ মিনিটে পৌঁছবে। ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল কল্যাণী থেকে রাত ৮:৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে রাত ১০টা ১৯-এ। এছাড়াও, বারাসত – হাসনাবাদ বিভাগে ১ জোড়া ইএমইউ পরিষেবা প্রস্তাবিত। বারাসত – হাসনাবাদ লোকাল বারাসত থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছেড়ে হাসনাবাদে পৌঁছাবে দুপুর ১:৩৮ মিনিটে। আর হাসনাবাদ – বারাসাত লোকাল দুপুর ২:৫৫ মিনিটে হাসনাবাদ থেকে ছেড়ে দুপুর ৩:২৫ মিনিটে বারাসত শেষ করবে। নতুন পরিষেবা চালু করা নিশ্চিতভাবেই শহরতলির পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, এটিকে নিরাপদ, আরামদায়ক এবং যাত্রীবান্ধব করে তুলবে। শিয়ালদহ ডিভিশনের এই পুজো উপহার গ্রহণ করতে পেরে খুশি শহর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Division: মেট্রোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিয়ালদহ ডিভিশনের পরিকাঠামো 
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement