গার্ডেনরিচে বেপরোয়া গতির বলি ছাত্রী, প্রতিবাদে রাস্তা অবরোধ

Last Updated:

শহরে ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য। ট্রেলারের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর।

#কলকাতা: শহরে ফের বেপরোয়া গতির দৌরাত্ম্য। ট্রেলারের ধাক্কায় প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। দুর্ঘটনার পর গার্ডেনরিচে ধুন্ধুমার। ট্রেলার ভাঙচুর, পথ অবরোধ স্থানীয়দের। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ ট্রেলারটিকে আটক করলেও, চালক পলাতক।
শনিবার সকাল সাড়ে দশটা। স্কুল ছুটির পর, বাড়ি ফিরছিল গার্ডেনরিচের মডার্ন আর্যপ্রসাদ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আসমিনা পরভিন। সেই সময় নিমকমহল রোডে একটি ট্রেলার ইউ টার্ন নিচ্ছিল। তখনই ট্রেলারটি ওই ছাত্রীটিকে ধাক্কা মেরে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসমিনার। দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। ঘাতক ট্রেলারটি ভাঙচুর করা হয়। সিজিআর রোড ও নিমকমহল রোডের সংযোগস্থলে শুরু হয় অবরোধ। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের অভিযোগ, একে স্পিড ব্রেকার নেই, তারওপর পুলিশের উপযুক্ত নজরদারি না থাকায় যানজট লেগে থাকে। তা থেকেই দুর্ঘটনা ঘটে। এদিনও ট্রেলারের বেপরোয়া গতিই ছাত্রীর মৃত্যুর কারণ।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান আসমিনার মা। মেয়েকে মৃত অবস্থায় দেখেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হন প্রতিবেশীরাও।
advertisement
অবরোধের জেরে বন্দরে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। গার্ডেনরিচ ও পশ্চিম বন্দর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গার্ডেনরিচে বেপরোয়া গতির বলি ছাত্রী, প্রতিবাদে রাস্তা অবরোধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement