আজই বেতনবৃদ্ধি নিয়ে নির্দেশিকা জারি করতে পারে স্কুলশিক্ষা দফতর

Last Updated:

বেতনবৃদ্ধি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা আজই জারি করতে পারে স্কুলশিক্ষা দফতর। গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করার প্রস্তাব স্কুলশিক্ষা দফতরের। এই হার কার্যকর হলে প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম বেতন ৬ হাজার ২৭০ টাকা বাড়বে

#কলকাতা: বেতনবৃদ্ধি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা আজই জারি করতে পারে স্কুলশিক্ষা দফতর। গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করার প্রস্তাব স্কুলশিক্ষা দফতরের। এই হার কার্যকর হলে প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম বেতন ৬ হাজার ২৭০ টাকা বাড়বে। গ্রেড পে বাড়ানোয় অনুমোদন অর্থ দফতরের। বৃহস্পতিবারই গ্রেড পে বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘোষণার পরেই তৎপর স্কুলশিক্ষা দফতর।
যে হারে বেতন বাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে খুশী নন আন্দোলনকারী শিক্ষকরা। তাই আপাতত অনশন জারি রাখছেন তাঁরা। তবে সমঝোতার রাস্তাও খোলা রাখছেন। বেতন বৃদ্ধি নিয়ে লিখিত প্রস্তাব এলে অনশন তোলা নিয়ে সিদ্ধান্ত-- এমনই বার্তা আন্দোলনরত শিক্ষকদের।
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। গ্রেড পে ৩৬০০ টাকা হওয়ায় বেতন বেশ কিছুটা বাড়বে। এই ঘোষণার পরও অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারী শিক্ষকদের।
advertisement
advertisement
বেতন বাড়ানোর ঘোষণা হলেও সেই ঘোষণা ঘিরে একাধিক অস্বচ্ছতার অভিযোগ আন্দোলনরত শিক্ষকদের। রাজ্যের আর্থিক ক্ষমতার বাইরে গিয়ে কীভাবে বেতন বাড়ানো সম্ভব? প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী। সেই যুক্তিও খারিজ করছেন আন্দোলনকারী শিক্ষকরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজই বেতনবৃদ্ধি নিয়ে নির্দেশিকা জারি করতে পারে স্কুলশিক্ষা দফতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement