৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী SSC-র! ৭, ১৪ তারিখ ঘাটতি হতে পারে যানবাহনের? জারি নির্দেশ
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Service Commission Examination: ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন আসন্ন এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এত বিশাল মাপের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নবান্নের তরফে একাধিক কড়া নির্দেশ জারি করা হয়েছে। যানবাহনের ঘাটতি হতে পারে! যানজটেরও সম্ভাবনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা সে কারণেই।
রাজ্যজুড়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন আসন্ন এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এত বিশাল মাপের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নবান্নের তরফে একাধিক কড়া নির্দেশ জারি করা হয়েছে। যানবাহনের ঘাটতি হতে পারে! যানজটেরও সম্ভাবনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম সতর্কতা সে কারণেই।
SSC পরীক্ষার দুই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে।
advertisement
advertisement
বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই ক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা-সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে।
advertisement
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 2:54 PM IST