School Service Commission: নবম -দশম ও একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ প্রক্রিয়া নির্ভর করবে মামলার উপর, নয়া নির্দেশিকা স্কুল সার্ভিস কমিশনের

Last Updated:

School Service Commission:সকল চাকরিপ্রার্থীকে সেই নির্দেশিকায় এই মর্মে বলা হয়েছে যে আদালতের মামলার চূড়ান্ত রায়ের উপর এই নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।

প্রত্যেকটি ইন্টারভিউ হবে এসএসসির আঞ্চলিক কার্যালয়ে
প্রত্যেকটি ইন্টারভিউ হবে এসএসসির আঞ্চলিক কার্যালয়ে
কলকাতা : আদালতের নির্দেশ মেনে নয়া নির্দেশিকা দিল স্কুল সার্ভিস কমিশন। নবম -দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে মামলার উপর। চাকরি প্রার্থীদের উদ্দেশে নির্দেশিকা জারি করে জানাল স্কুল সার্ভিস কমিশন। সকল চাকরিপ্রার্থীকে সেই নির্দেশিকায় এই মর্মে বলা হয়েছে যে আদালতের মামলার চূড়ান্ত রায়ের উপর এই নিয়োগ প্রক্রিয়া নির্ভর করছে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।
প্রসঙ্গত চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে নবম-দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ তালিকা। তার আগে একাদশ-দ্বাদশের ইংরেজি, বাংলার পর আর‌ও চারটি বিষয়ের ইন্টারভিউ শুরুর কথা জানাল স্কুল সার্ভিস কমিশন। প্রত্যেকটি ইন্টারভিউ হবে এসএসসির আঞ্চলিক কার্যালয়ে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে। উচ্চ মাধ্যমিক স্তরে মোট ৩৫ টি বিষয় রয়েছে। সেগুলির জন্য নথি যাচাই প্রক্রিয়া শেষ হবে ৪ ডিসেম্বর। ওই দিন থেকেই কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ইন্টারভিউ হবে ধাপে ধাপে। প্রার্থীরা নিজেদের নাম রোল নম্বর দিয়ে ইন্টারভিউ কবে, তা জানতে পারছেন। ‌
advertisement
আরও পড়ুন : রাজ্যের দুই বিজ্ঞপ্তি খারিজ, উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত ভুল ছিল! জানিয়ে দিল হাইকোর্ট
পাশাপাশি, ভুল তথ্যের জন্য চাকরি বাতিলের হিড়িক স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আরও ৩০১ জনের চাকরি প্রার্থীর নাম বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য, ভুয়ো জাতিগত শংসা পত্র দেওয়া ইত্যাদি কারণে একের পর এক প্রার্থীদের চাকরি বাতিল করছে এসএসসি। এই তালিকায় এখনও চাকরি বাতিলের সংখ্যা রীতিমতো উল্লেখযোগ্য। বাংলায় ৩৩ জন, ইংরেজিতে ৭৩ জন, বাণিজ্য বিভাগের ৬৩ জন, রাষ্ট্রবিজ্ঞানে ১২৪, কম্পিউটার সায়েন্সে ৩৩ এবং ইতিহাসে ৮১ জনের নাম বাদ দিল এসএসসি। এর আগে একই কারণে ১০৬ জন চাকরি প্রার্থীর নাম বাতিল করেছিল এসএসসি। এখনও পর্যন্ত একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪০৭ জনের নাম বাতিল করা হল।কমিশন সূত্রে খবর, ভেরিফিকেশন প্রক্রিয়ায় এই প্রার্থীদের হাতেনাতে ধরেছে এসএসসি। নতুন চাকরি প্রার্থীদের মধ্যে এইসব প্রার্থীরা ভুল তথ্য দেওয়ার কারণে কাট অফ মার্কসের কাছাকাছি পৌঁছতে পারেননি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Service Commission: নবম -দশম ও একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ প্রক্রিয়া নির্ভর করবে মামলার উপর, নয়া নির্দেশিকা স্কুল সার্ভিস কমিশনের
Next Article
advertisement
Richa Ghosh Interview: "মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ"...পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পর Exclusive সাক্ষাৎকার News18 বাংলায়
"মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ",পুলিশের DSP পদে দায়িত্ব নেওয়ার পর সাক্ষাৎকার News18বাংলায়
  • জীবনের নতুন ইনিংস শুরু করলেন রিচা ঘোষ৷

  • বিশ্বকাপ জয়ের ১মাস পর প্রথম অনুশীলন শুরু রিচার।সামনেই ওমেন্স প্রিমিয়ার লিগ৷

  • News18 বাংলায় Exclusive সাক্ষাৎকার রিচার

VIEW MORE
advertisement
advertisement