School Re-open || পাখিসব করে রব! দীর্ঘ ছুটির পরে আবার খুলল স্কুল, আবার কোলাকলে মুখর বড় বাড়িগুলো

Last Updated:

School Re-open || স্কুলে বসে পড়াশোনা এবং পরীক্ষা না হলে মূল্যায়নের মান অনেকটাই নীচে নামছিল বলে ধারণা শিক্ষাবিদদের।

Representative Image
Representative Image
গ্রীষ্মের অতিরিক্ত ছুটি কাটিয়ে আজ সরকারি ও বেসরকারি স্কুল খুলছে অবশেষে। সকাল থেকেই স্কুলগুলির সামনে ছিল বেশ ভিড়। প্রত্যেকের চোখে মুখে যেন দুরন্তপনার ছাপ ফুটে উঠছিল।
আজ সকাল বেলা মিত্র ইনস্টিটিউশানে গিয়ে দেখা গেল প্রকৃতির যেন ঘুম ভেঙেছে। শুরু হয়েছে স্কুল। ভরে গিয়েছে শ্রেণিকক্ষের বেঞ্চগুলো। ক্লাস শুরু হওয়ার আগেই সারি দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা। তারপর শ্রেণিকক্ষে প্রবেশ করা। মিত্র ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে জানান, গত শনিবার পুরো স্কুল স্যানিটাইজ করা হয়েছে। ছাত্রদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়া মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নতুন করে কেউ যাতে সংক্রমিত না হয় তার জন্য  ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হচ্ছে।
advertisement
advertisement
স্কুলের অভিভাবকরা কেউই চাইছিলেন না আবার অনলাইন ক্লাস শুরু হোক। তাঁদের দাবি অনলাইন কিংবা হোম অ্যাসেসমেন্টের মাধ্যমে ছাত্রছাত্রীর সঠিক মূল্যায়ন হয় না।  নিয়মিত পড়াশোনা অভ্যাসের পাঠ অনেকটাই বিঘ্নিত হয়েছে। স্কুলে বসে পড়াশোনা এবং পরীক্ষা না হলে মূল্যায়নের মান অনেকটাই নীচে নামছিল বলে ধারণা শিক্ষাবিদদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Re-open || পাখিসব করে রব! দীর্ঘ ছুটির পরে আবার খুলল স্কুল, আবার কোলাকলে মুখর বড় বাড়িগুলো
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement