School on 21July: ২১ জুলাই স্কুল ছুটি? নাকি হবে ক্লাস..সমাবেশের আগে ঘোষণা বহু স্কুল কর্তৃপক্ষের
- Published by:Satabdi Adhikary
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সপ্তাহের প্রথম দিন সোমবার একুশে জুলাইয়ের সমাবেশ। যোগ দেবেন লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এই সমাবেশ হওয়ায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। সিধ-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় সেই দিন পরীক্ষা ছিল স্নাতক স্তরের দ্বিতীয় সেমেস্টারের।
কলকাতা: রাত পোহালেই তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ৷ একুশের সমাবেশের দিন যানজট, বা রাস্তাঘাটে বাস-ট্যাক্সির মতো গণ পরিবহণ কম থাকার অভিযোগ প্রায়ই তুলতে দেখা যায় নিত্যযাত্রীদের৷ গাড়ি কম থাকায় স্কুল থেকে ফেরার সময় ছাত্রছাত্রীদের যথেষ্ট বেগ পেতে হয় বলে দাবি করেন অনেক অভিভাবকই৷ সেই কারণে একুশে জুলাইয়ের দিন স্কুলে যাওয়া নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিচ্ছে শহরের অনেক বেসরকারি স্কুল৷
সপ্তাহের প্রথম দিন সোমবার একুশে জুলাইয়ের সমাবেশ। যোগ দেবেন লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় এই সমাবেশ হওয়ায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে যানজটের আশঙ্কা করছেন অনেকেই। সিধ-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় সেই দিন পরীক্ষা ছিল স্নাতক স্তরের দ্বিতীয় সেমেস্টারের।
সেই পরীক্ষার দিন পরিবর্তন করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবর্তিত দিন রাখা হল ২৫ জুলাই। তবে বিশ্ববিদ্যালয় তার বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে অনভিপ্রেত কারণবশত। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।
advertisement
advertisement
অন্যদিকে, অনেক অভিভাবক আশঙ্কা করছেন স্কুল থেকে ফেরার পথে সমস্যায় পড়তে পারেন তাঁদের ছেলে মেয়েরা। যে তাই বেশ কিছু বেসরকারি স্কুলে ২১ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। আবার বেশ কয়েকটি স্কুল অনলাইন অথবা সময় পরিবর্তন করেছে। তবে বেসরকারি স্কুল বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। বেসরকারি স্কুলের মধ্যে বন্ধ থাকবে ক্যালকাটা গার্লস, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস, ডিপিএস মেগাসিটি এবং রুবি পার্ক।
advertisement
খোলা থাকবে কিন্তু অনলাইনে ক্লাস হবে সেই সমস্ত স্কুলগুলি হল, লা মাটিনিয়ার্স বয়েজ ও গার্লস। স্কুলের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দিনে রাজনৈতিক মিছিল রয়েছে। তাই লোয়ার নার্সারী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইন ক্লাস করা হচ্ছে।
advertisement
পাশাপাশি, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিট টেস্ট রয়েছে ক্লাসে। সেই ডেট পরিবর্তন করে মঙ্গলবার ২২ তারিখ করা হয়েছে। লা মাটিনিয়ার্স পাশাপাশি অনলাইন ক্লাস করান হবে দা বিএসএস। সাউথ পয়েন্ট স্কুলের সেদিন ক্লাস বাতিল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে অভিভাবকদের সঙ্গে বৈঠক রয়েছে। শ্রী শিক্ষায়তনে ক্লাস হবে কিন্তু সাড়ে দশটার মধ্যে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। আজও বেশ কয়েকটি স্কুল বন্ধের নোটিশ জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 19, 2025 1:06 PM IST