Scam: নিয়োগ দুর্নীতিতে যুক্ত এক টলি অভিনেতার খোঁজ! কে তিনি? ইডির রিপোর্টে তুমুল জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Scam: যতটা তথ্য এবং নথি সংগ্রহ করতে পেরেছি, তার ভিত্তিতে এই রিপোর্ট। তদন্ত চলছে। আদালতে এমনটাই জানাল ইডি।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি। ৪৪ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল বলে জানিয়েছে ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা’র বেঞ্চে এমনই তথ্য জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও টাকা ফেরত দিয়েছেন বলে দাবি করেছেন ওই অভিনেতা। দাবি ইডির। লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টর এবং চলচ্চিত্র জগতের ব্যক্তিদের সম্পত্তির হিসাব সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিল ইডি। যতটা তথ্য এবং নথি সংগ্রহ করতে পেরেছি, তার ভিত্তিতে এই রিপোর্ট। তদন্ত চলছে। আদালতে এমনটাই জানাল ইডি।
গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের সন্ধান পেলেন! আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নেই? প্রশ্ন তোলেন বিচারপতি। ইডির তরফে জানানো হয়, ”তদন্ত চলছে, আরেকটু সময় দেওয়া হোক।” প্রাথমিক দুর্নীতি মামলায় এদিন রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনাদের কাছে যদি আসল OMR Sheet এর প্রতিলিপি না থাকে তাহলে টেট পরীক্ষার্থীরা আসলে কত নম্বর পেয়েছিলেন এবং তাদের নম্বর পরিবর্তন করে কত নম্বর দেওয়া হয়েছিল তার বিচার করবেন কী করে? প্রাথমিক শিক্ষা পর্ষদকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদকে উদ্দেশ করে বিচারপতি বলেন, ”যে Digitized Data-র কথা বলছেন, সেটা তো এডিট করা সম্ভব। আসল OMR Sheet না থাকতেই সমস্যার সূত্রপাত হয়েছে।” প্রসঙ্গত, ২০১৪ এবং ২০২০ দুই TET-এর আসল OMR Sheet নেই।
advertisement
যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, ”ইডির রিপোর্ট খুব স্পষ্ট নয়, তারা কে টেট পাশ করেছে, কে করেনি, কার নম্বর বাড়ানো হয়েছে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। শুধুমাত্র সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 3:21 PM IST