Scam: বাম আমলেও প্রাথমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি! ধরা পড়ে গেল 'সব', বিরাট নির্দেশ হাইকোর্টের! ২০০৯ সালে যারা চাকরি পেয়েছেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Scam: সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে দেখার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
কলকাতা: প্রাথমিক নিয়োগে আবারও চাঞ্চল্যকর তথ্য। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরির অভিযোগ। ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ‘কার্ড’ জালিয়াতি করে চাকরি। শুরু CID তদন্ত, বাদ ২৬ চাকরি, আর কত? রাজ্যের ২২ DPSC-এর রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।
সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে দেখার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ২০০৯ সালে কর্মরত প্রাথমিক শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ। মূলত: Exempted Category তে কর্মরত প্রাথমিক শিক্ষক দের কার্ড যাচাই করতে নির্দেশ। ২৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি আইনজীবী গৌরব দাস জানান, ‘২০০৯ নিয়োগ প্রক্রিয়ায় ১৫০ জন প্রাথমিক শিক্ষকতার চাকরি পান এক্সম্পেটেড ক্যাটাগরিতে। তাদের মধ্যে ২৬ জনের জালিয়াতির তথ্য হাতে এসেছে। ওই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে।’
২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেম্পেটেড ক্যাটাগরিতে আর কত এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি হয়েছে। তাই এবার খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট। তিনি আরও জানান, তাই রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা সংসদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কার্ড গুলি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 8:17 PM IST