Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট মোড়, তল্লাশি চলছে মানিকতলা-সহ কলকাতার ৯ জায়গায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির।
কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলার বহুতলে। বড়বাজারে একটি অফিসেও চলছে তল্লাশি অভিযান।
সংস্থার ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি সূত্রে খবর, অর্ডারের কপি নিয়ে এই তল্লাশি ও অভিযান চলছে কলকাতার ৯টি জায়গায়।
আরও পড়ুনঃ ওজন কমায়, বাড়ায় স্মৃতিশক্তি! ঝলমলে ত্বক-চুল পেতে সপ্তাহে কোন বাদাম কতটুকু খাবেন? জানুন
মানিকতলায় দু’জনের ফ্ল্যাটে তল্লাশি চলছে, তাঁরা হলেন সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর।
advertisement
advertisement
কী ভাবে চলত দুর্নীতি, কী ভাবে কালো টাকা সাদা করা হচ্ছিল, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। সূত্রের খবর, এই তথ্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অনেক জট খুলতে পারে।
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 10:17 AM IST