#কলকাতা: একদিকে অতিরিক্ত ভাড়ার বোঝা। অন্যদিকে হাতে গোনা সরকারি-বেসরকারি বাস-মিনিবাসে বাদুড় ঝোলা ভিড়। সব মিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় বেরিয়ে হয়রানির শিকার যাত্রীরা। তবে সমস্যা এবার মিটতে চলেছে। চাপ কমাতে আরও ২৪ রুটে ১৫৬ টি বাস চালাবে SBSTC!
কোন কোন রুটে চলবে বাস ? দেখে নিন তালিকা--
উত্তরপাড়া-করুণাময়ী রুটে চলবে বাস
এছাড়াও, বিধানসভা ও হাইকোর্ট-এর জন্য থাকছে বিশেষ বাস
কখনও অফিস টাইমে উল্টোডাঙা মোড়ে যাত্রীদের ভিড়। দীর্ঘ অপেক্ষার পরও বাসের দেখা নেই। তার উপর যত সিট, তত যাত্রী। তাই বাস এলেও ওঠার সুযোগ কম। সোম থেকে শনি কামালগাজিতেও বাসের লাইনে কোনও হেরফের হয়নি। রাসবিহারী মোড়েও যাত্রী হয়রানির ছবি উঠে এসেছে। বাস আসতেই তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা, অনেক বাসে দাঁড়িয়েই যেতে হচ্ছে যাত্রীদের। সংক্রমণ এড়াতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা নয়, কিন্তু, অনেক বেসরকারি বাসেই ধরা পড়ছে অনিয়মের ছবি। সবমিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় কম বাস চলাচলের কারণে নাজেহাল যাত্রীরা। তবে অতিরিক্ত বাস রাস্তায় নামলে সমস্যার সুরাহা হবে বলেই মনে করছেন যাত্রীরা।