চাপ কমাতে আরও ২৪ রুটে ১৫৬ টি বাস চালাবে SBSTC, দেখে নিন রুটের সম্পূর্ণ তালিকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চাপ কমাতে আরও ২৪ রুটে ১৫৬ টি বাস চালাবে SBSTC, কোন কোন রুটে চলবে বাস ? দেখুন সম্পূর্ণ তালিকা--
#কলকাতা: একদিকে অতিরিক্ত ভাড়ার বোঝা। অন্যদিকে হাতে গোনা সরকারি-বেসরকারি বাস-মিনিবাসে বাদুড় ঝোলা ভিড়। সব মিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় বেরিয়ে হয়রানির শিকার যাত্রীরা। তবে সমস্যা এবার মিটতে চলেছে। চাপ কমাতে আরও ২৪ রুটে ১৫৬ টি বাস চালাবে SBSTC!
কোন কোন রুটে চলবে বাস ? দেখে নিন তালিকা--
উত্তরপাড়া-করুণাময়ী রুটে চলবে বাস
advertisement
উত্তরপাড়া-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
চন্দননগর-করুণাময়ী রুটে চলবে বাস
চন্দননগর-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
শ্রীরামপুর-করুণাময়ী রুটে চলবে বাস
শ্রীরামপুর-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
বারাকপুর-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
চুঁচুড়া-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
এসপ্ল্যানেড-বারাসত রুটে চলবে বাস
এসপ্ল্যানেড-ধুলাগড় রুটে চলবে বাস
advertisement
এসপ্ল্যানেড-জোকা রুটে চলবে বাস
এসপ্ল্যানেড-বারুইপুর রুটে চলবে বাস
হাওড়া ময়দান-শিয়ালদহ রুটে চলবে বাস
হাওড়া ময়দান-সল্টলেক রুটে চলবে বাস
চণ্ডীতলা-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
আমতলা-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
বারাসত-গড়িয়া রুটে চলবে বাস
এসপ্ল্যানেড-আমতলা রুটে চলবে বাস
ধুলাগড়-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
বারাকপুর-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
সিঁথি-এসপ্ল্যানেড রুটে চলবে বাস
এছাড়াও, বিধানসভা ও হাইকোর্ট-এর জন্য থাকছে বিশেষ বাস
advertisement
কখনও অফিস টাইমে উল্টোডাঙা মোড়ে যাত্রীদের ভিড়। দীর্ঘ অপেক্ষার পরও বাসের দেখা নেই। তার উপর যত সিট, তত যাত্রী। তাই বাস এলেও ওঠার সুযোগ কম। সোম থেকে শনি কামালগাজিতেও বাসের লাইনে কোনও হেরফের হয়নি। রাসবিহারী মোড়েও যাত্রী হয়রানির ছবি উঠে এসেছে। বাস আসতেই তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা, অনেক বাসে দাঁড়িয়েই যেতে হচ্ছে যাত্রীদের। সংক্রমণ এড়াতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা নয়, কিন্তু, অনেক বেসরকারি বাসেই ধরা পড়ছে অনিয়মের ছবি। সবমিলিয়ে আনলক 1.0-এর প্রথম দিন থেকেই রাস্তায় কম বাস চলাচলের কারণে নাজেহাল যাত্রীরা। তবে অতিরিক্ত বাস রাস্তায় নামলে সমস্যার সুরাহা হবে বলেই মনে করছেন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2020 9:14 PM IST