বিসর্জনে ‘ঢাকের তালে ’ মহারাজ

Last Updated:

সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল।

#কলকাতা:  সিএবি প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পদে এখন যুক্ত তিনি ৷ ক্রিকেট থেকে অবসরের পর কাজ তাঁর বেড়েছে বই কমেনি ৷ কিন্তু পুজোর সময় সব কাজ বন্ধ ৷ এছাড়া পাড়ার ঠাকুরের বিসর্জনে উপস্থিত থাকাটা তো মাস্ট ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। প্রতি বছরই বিসর্জনের দিন ঢাক বাজানো থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে মেতে উঠতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ এবারও তার অন্যথা হয়নি ৷
বিসর্জনের জন্য পাড়ার ঠাকুর রওনা হওয়ার আগে মণ্ডপে গিয়ে প্রণাম সেরে নিয়েছিলেন দাদা। ঠাকুর প্রণামের জন্য উঠে সোজা পড়লেন ট্রাকে। তাঁর ইচ্ছায় বাজানো শুরু হল ঢাকও। তাসার জোরালো আওয়াজ হয়তো পছন্দ নয় দাদার ৷ তাই ঢাকিদেরই ঢাক বাজাতে বললেন তিনি ৷ বসে আড্ডাও মারলেন পরিবারের লোকজনদের সঙ্গে ৷ সন্ধ্যায় প্রতিমা ট্রাকে ওঠার পর ঠাকুরের পা ছুঁতে ট্রাকের উপর চড়লেন মহারাজও ৷ শুধু মা দুর্গাই নয় , পাশের ট্রাকে লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশেরও পা ছুঁলেন সৌরভ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিসর্জনে ‘ঢাকের তালে ’ মহারাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement