বিসর্জনে ‘ঢাকের তালে ’ মহারাজ
Last Updated:
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল।
#কলকাতা: সিএবি প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন পদে এখন যুক্ত তিনি ৷ ক্রিকেট থেকে অবসরের পর কাজ তাঁর বেড়েছে বই কমেনি ৷ কিন্তু পুজোর সময় সব কাজ বন্ধ ৷ এছাড়া পাড়ার ঠাকুরের বিসর্জনে উপস্থিত থাকাটা তো মাস্ট ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যায় একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। প্রতি বছরই বিসর্জনের দিন ঢাক বাজানো থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীদের সঙ্গে মেতে উঠতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ এবারও তার অন্যথা হয়নি ৷
বিসর্জনের জন্য পাড়ার ঠাকুর রওনা হওয়ার আগে মণ্ডপে গিয়ে প্রণাম সেরে নিয়েছিলেন দাদা। ঠাকুর প্রণামের জন্য উঠে সোজা পড়লেন ট্রাকে। তাঁর ইচ্ছায় বাজানো শুরু হল ঢাকও। তাসার জোরালো আওয়াজ হয়তো পছন্দ নয় দাদার ৷ তাই ঢাকিদেরই ঢাক বাজাতে বললেন তিনি ৷ বসে আড্ডাও মারলেন পরিবারের লোকজনদের সঙ্গে ৷ সন্ধ্যায় প্রতিমা ট্রাকে ওঠার পর ঠাকুরের পা ছুঁতে ট্রাকের উপর চড়লেন মহারাজও ৷ শুধু মা দুর্গাই নয় , পাশের ট্রাকে লক্ষ্মী-সরস্বতী-কার্তিক-গণেশেরও পা ছুঁলেন সৌরভ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2016 1:09 PM IST