Saumitra Khan: ফের নিশানা রাজ্য নেতৃত্বকে, মমতার সঙ্গে সাক্ষাতেও রাজি সৌমিত্র! বিজেপির অস্বস্তি বাড়ছে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একটানা নিজের দলের রাজ্য নেতাদের সমালোচনা এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে থাকায় স্বভাবতই সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে৷
কলকাতা: ভোটের ফল বেরনোর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন৷ পাশাপাশি, নিজের দলের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও কোনও আপত্তি নেই তাঁর৷
শুধু তাই নয়, নিজের দলের কৌশলকেই কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে সৌমিত্র খাঁ বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে ভোটে ভাল ফল করা যায় না৷
advertisement
একটানা নিজের দলের রাজ্য নেতাদের সমালোচনা এবং তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে থাকায় স্বভাবতই সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে৷ যদিও সৌমিত্র খাঁ সেই জল্পনাকে নস্যাৎ করে দিয়ে অবশ্য দাবি করেছেন, তৃণমূলে যাওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই৷ বিষ্ণুপুরের জয়ী প্রার্থীর কথায়, আমি বিজেপির প্রতীকে জিতেছি, সেই প্রতীকের অমর্যাদা আমি করব না৷ দলের কর্মীদের অমর্যাদা করব না৷
advertisement
দল না ছাড়ার দাবি করলেও এ দিন ফের একবার বিজেপির রাজ্য নেতাদের নিশানা করেছেন সৌমিত্র৷ তিনি বলেন, ‘রাজ্য নেতৃত্বের উপরে আমার রাগও নেই, ভালবাসাও নেই৷ কারণ বৃদ্ধদের উপরে রাগ করা যায় না৷ কেন্দ্রীয় নেতৃত্ব এত সুযোগ দিলেও কিছু করা সম্ভব হচ্ছে না, এটা রাজ্যের ব্যর্থতা৷ আমাদের অন্যভাবে ভাবতে হবে৷’
পাশাপাশি অবশ্য সৌমিত্র খাঁ বলেন, নিজের সাংসদ এলাকার উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতেও আপত্তি নেই তাঁর৷ সৌমিত্রের কথায়, ‘মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে বিষ্ণুপুর, বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে অসুবিধা কোথায়?’
advertisement
সৌমিত্র মুখে যাই বলুন না কেন, তাঁর এই অবস্থান ক্রমেই রাজ্যে নেতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ বিষ্ণুপুর কেন্দ্র থেকে এবার নিজের প্রাক্তন স্ত্রী এবং তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ-কে অল্প ব্যবধানে হারিয়ে সাংসদ হয়েছেন সৌমিত্র৷ ভোটের ফল বেরনোর পরই বিজেপি রাজ্য নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 1:17 AM IST

