Dolly Roy passes away: প্রয়াত সৌগত জায়া ডলি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
প্রয়াত ডলি রায়৷
প্রয়াত ডলি রায়৷
কলকাতা: প্রয়াত তৃণমূল সাংসদ সৌগত রায়ের স্ত্রী ডলি রায়। এ দিন সকালে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি৷ ডলি রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সৌগত বাবু সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ডলি রায় নিজের জগৎ নিয়েই ব্যস্ত ছিলেন৷ চায়ের স্বাদ পরীক্ষক বা টি টেস্টার হিসেবে পেশাদারি জীবন শুরু করেন তিনি৷
আরও পড়ুন: অভিষেকের 'সংযোগ যাত্রা'র জেরে বাড়ল জল্পনা? জুলাইয়েই কি তবে পঞ্চায়েত ভোট?
advertisement
পরে দক্ষিণ কলকাতায় চা পানের জন্য নিজের একটি টি বারও খুলেছিলেন তিনি৷ রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও বরাবরই সৌগতবাবুকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন ডলি রায়৷ লেক গার্ডেন্সের বাড়িতে একসঙ্গেই থাকতেন তাঁরা৷
advertisement
ডলি রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ডলি রায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ এই কঠিন সময়ে আমি সৌগত রায় এবং তাঁর পরিবারের পাশে রয়েছি এবং তাঁর জন্য প্রার্থনা করছি৷ ডলি একজন চূড়ান্ত সফল মহিলা ছিলেন৷ আমাদের মধ্যে তাঁর উষ্ণ উপস্থিতি আমরা মিস করব৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dolly Roy passes away: প্রয়াত সৌগত জায়া ডলি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement