corona virus btn
corona virus btn
Loading

সত্যজিত রায়ের আরও একটি কালজয়ী সৃষ্টিকে পর্দায় আনছেন সন্দীপ রায়

সত্যজিত রায়ের আরও একটি কালজয়ী সৃষ্টিকে পর্দায় আনছেন সন্দীপ রায়
Satyajit-Ray

সত্যজিত রায়ের আরও একটি কালজয়ী সৃষ্টিকে পর্দায় আনছেন সন্দীপ রায়

  • Share this:

 #কলকাতা: অবশেষে তিনি আসছেন। ফেলুদার পর এবার শঙ্কু । সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানের নায়ক প্রথমবার পর্দায়। নকুড়বাবু ও এল ডোরাডো নিয়ে ছবি করছেন সন্দীপ রায়। শঙ্কুর ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায়।

ত্রিলোকেশ্বর শঙ্কু। নিবাস গিরিডি। পোষা বেড়াল নিউটন। পরিচয়ের এইটুকুই যথেষ্ট। সত্যজিৎ রায়ের শঙ্কুর অ্যাডভেঞ্চার কাহিনি বাঙালি পাঠক গোগ্রাসে গিয়েছে। এবার দেখবে। প্রথমবার প্রসেফসর শঙ্কু আসতে চলেছে পর্দায়। পরিচালক সন্দীপ রায়। একশৃঙ্গ অভিযান ও নকুড়বাবু ও এল ডোরাডো দুটো কাহিনি নিয়ে দোলাচলে ছিলেন পরিচালক। তবে ঠিক হয়েছে নকুড়বাবুই আসছে পর্দায়।

24203706_1933367993344206_1936512806_n

প্রফেসর শঙ্কু কে হবেন, এই নিয়ে চর্চার অন্ত ছিল না। কিন্তু সন্দীপ রায় প্রথম থেকেই ঠিক করেছিলেন বইয়ের শঙ্কুকে পর্দায় একমাত্র নিয়ে আসতে পারেন ধৃতিমান চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ইলাস্ট্রেশনের সঙ্গে আশ্চর্য মিল। তাই ছবিতে নকুড়বাবু হচ্ছেন শুভাশিস মুখোপাধ্যায়।

24209199_1933367856677553_1565879295_o

First published: December 1, 2017, 3:57 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर