পঞ্জাবি, শাড়ি আর বাঙালির প্রেম, আজ সরস্বতী পুজো

Last Updated:

স্কুল মনে পড়ছে ৷ মনে পড়ছে বন্ধুদের সঙ্গে একজোট হয়ে গার্লস স্কুলে ঢুঁ মারা ৷

#কলকাতা: স্কুল মনে পড়ছে ৷ মনে পড়ছে বন্ধুদের সঙ্গে একজোট হয়ে গার্লস স্কুলে ঢুঁ মারা ৷ এক্সিভিশনের জন্য তুমুল ব্যস্ততা ৷ তারই মাঝে পঞ্জাবির ইস্ত্রি সামলে পাশ থেকে চলে যাওয়া পছন্দের কন্যার দিকে একটু দেখা ৷ দুপুরবেলা বাড়ির খিঁচুড়ি নয়, বরং স্কুলের খাবারই সেরা ৷ কিংবা শুধুই ফটপাত ফুড !
আজ সরস্বতী পুজো ৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকে ফুঁ ৷ কলম দেওয়া দোয়াতের ওপর নারেকলি কুল ৷ ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব ৷
কুল খেতে অনেকদেরই ভালো লাগে না ৷ কিন্তু তাই বলে এই একটা দিন না খেলেই নয় ৷ দুর্গোপুজোর পাশাপাশি সরস্বতী পুজোও আবার ঝাড়ি মারার জন্য আদর্শ দিন ৷ আসলে যতোই সামনে পরীক্ষা থাকুক না কেন, এই বিশেষ দিনটায় যে পড়তে বসতে নেই ! তাই বন্ধু বা ‘বিশেষ বন্ধু’-র হাত ধরে একবার বেরিয়ে গেলেই হয় ৷ ছাত্র জীবনে এই একটাই দিন যখন স্কুল বা কলেজে যাওয়ার জন্য পড়ুয়াদের উন্মাদনা চোখে পড়ার মতো থাকে। পরের দিন সকালের কথা ভেবে যেন রাতে ঘুম আসতে চায় না। পড়াশোনা থেকে মুক্তির পাশাপাশি প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ যেন জেন ওয়াইও আটপৌড়ে বাঙালি। কারণ আজ যে সরস্বতী পুজো।
advertisement
advertisement
তবে পড়ুয়াদের জন্য সময়টা মোটেই টেনশনমুক্তির নয় ৷ কারণ মাধ্যমিক পরীক্ষা সদ্য শেষ হলেও উচ্চমাধ্যমিক এখনও বাকি ৷ দেশের যেকোনও বোর্ডেরই পরীক্ষা শুরু হবে কয়েকদিনের মধ্যেই ৷ তাই সারাদিন ঘুরলেও সন্ধ্যেবেলা বাড়ি ফিরে একটু বই গুলো উল্টে পাল্টে নিতেই হচ্ছে ৷
তবে পড়ুয়াদের জন্য সময়টা মোটেই টেনশনমুক্তির নয় ৷  দেশের যেকোনও বোর্ডেরই পরীক্ষা শুরু হবে কয়েকদিনের মধ্যেই ৷ তাই সারাদিন ঘুরলেও সন্ধ্যেবেলা বাড়ি ফিরে একটু বই গুলো উল্টে পাল্টে নিতেই হচ্ছে ৷
advertisement
তবে এখনকার দিনে সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের কপিরাইট কোথায়? এখন তো মা সরস্বতীও সেই হরেদরে সবারই হয়ে গিয়েছেন, মানে ওই সার্বজনীন। এখন তো পাড়ায় পাড়ায় ছোট, বড়, ‘কিং সাইজ’ সবরকম সরস্বতী মূর্তি পাওয়া যাচ্ছে। টেলিভিশনের পর্দায় সকাল থেকেই তারকাদের সরস্বতী পুজো নিয়ে আদিখ্যেতার ছড়াছড়ি। বড় বড় আবাসনগুলিতে পুজোর বাহানায় খিচুরি ভোগে গেট টু গেদার। আসলে জীবনটা এতটাই প্রতিযোগিতাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আমরা কোনও একটা ছুঁতো পেলেই একটু প্রাণ খুলে বাঁচতে চাই। তাই, বাবা, কাকা, জেঠু, মেসো, পিসিরাও আজ সরস্বতী পুজোতে মেতেছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্জাবি, শাড়ি আর বাঙালির প্রেম, আজ সরস্বতী পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement