Sandip Ghosh Close Doctor: সন্দীপের 'সব' নাকি দেখতেন...! ইডির আতশ কাচের তলায় সন্দীপ ঘনিষ্ঠ 'বিশ্বস্ত' চিকিৎসক! কে তিনি?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Sandip Ghosh Close Doctor: ইডির র্যাদারে এবার সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের মানিটারি ট্রানসাকশান বা আর্থিক লেনদেন দেখতেন সন্দীপ ঘনিষ্ঠ এক বিশ্বস্ত চিকিৎসক!
কলকাতা: ইডির র্যাদারে এবার সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের মানিটারি ট্রানসাকশান বা আর্থিক লেনদেন দেখতেন সন্দীপ ঘনিষ্ঠ এক বিশ্বস্ত চিকিৎসক! হাসপাতালে তৎকালীন সময়ে এক বিশেষ পদে থাকা ওই চিকিৎসক দিনের পর দিন সন্দীপ ঘোষের কার্যকলাপের মানিটারি ট্রানসাকশান দেখতেন বলে অভিযোগ, ইডির।
কত টাকা? কী ভাবে লেনদেন? বেআইনি বরাতের সিন্ডিকেট থেকে কত কোটি টাকার লেনদেন? সেই সব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। অভিযোগকারী আখতার আলির অভিযোগের ভিত্তিতে আজকের সকাল থেকে সন্দীপের বাড়িতে তল্লাশি অভিযান চলছে ইডির গোয়েন্দাদের। একইসঙ্গে একের পর এক সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও হানা দেয় ইডির টিম। সন্দীপ ঘোষের ব্যাঙ্কিং লেনদেন, অ্যাকাউন্ট, আইটি রিটার্ন সব নথি দেখতে চাইছে ইডি।
advertisement
advertisement
৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর এদিন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ঢুকতে পারে ইডির তদন্তকারী দল। সকাল সকাল ইডির টিম পৌঁছলেও বাড়ির বিরাট কালো গেটে ঝুলছিল বড়সড় তালা। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় ইডির টিমকে। গাড়িতেই অপেক্ষা করছিলেন তদন্তকারী অফিসাররা। বাড়ির গেটের বাইরে মোতায়েন ছিল সিআরপিএফ। অবশেষে চাবি নিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী। ইডিকে গেট খুলে দেন সঙ্গীতা ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2024 12:49 PM IST