RG Kar Sandip Ghosh Wife: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা...! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?

Last Updated:

RG Kar Sandip Ghosh Wife: ৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ঢুকলেন ইডির তদন্তকারী দল। সকাল সকাল ইডির টিম পৌঁছলেও বাড়ির বিরাট কালো গেটে ঝুলছিল বড়সড় তালা।

বিস্ফোরক সন্দীপের স্ত্রী
বিস্ফোরক সন্দীপের স্ত্রী
কলকাতা: ৩ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ঢুকলেন ইডির তদন্তকারী দল। সকাল সকাল ইডির টিম পৌঁছলেও বাড়ির বিরাট কালো গেটে ঝুলছিল বড়সড় তালা। এরপর লম্বা সময় অপেক্ষা করতে হয় ইডির টিমকে। গাড়িতেই অপেক্ষা করছিলেন তদন্তকারী অফিসাররা। বাড়ির গেটের বাইরে মোতায়েন ছিল সিআরপিএফ। অবশেষে চাবি নিয়ে আসেন সন্দীপ ঘোষের স্ত্রী। ইডিকে গেট খুলে দেন সঙ্গীতা ঘোষ।
মুখে মাস্ক পরে, শাড়ির আঁচলে মাথা পুরো ঢেকে, চোখ ঢাকা সানগ্লাস পরে আসেন সন্দীপের স্ত্রী। সাংবাদিকদের বারংবার প্রশ্নের মুখে ফেটে পড়েন সঙ্গীতা। স্পষ্ট বলেন, “সব মিথ্যা! প্রমাণ হওয়ার আগে কাউকে ভিলেন বানিয়ে দেবেন না।” বার বার বলতে থাকেন, “সম্পূর্ণ মিথ্যা। কাগজ কিছু পাওয়া যায়নি। কিছু পাবেও না। আমার স্বামী কিছু করেননি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, আরজি কর দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই ময়দানে ইডি। সাতসকালে ইডির বাহিনী পৌঁছে যায় সন্দীপ ঘোষের বাড়ি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বাড়িতে এদিন সকাল ৬ঃ২৫ মিনিটে পৌঁছয় ইডি টিম। এই সময়ে বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইডি আধিকারিকরা বেরিয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে শুরু করেন। যদিও বাহিনী মোতায়েন ছিল বাড়ির বাইরে।
advertisement
শুক্রবার হাওড়ার বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও হানা চালায় ইডি। আরজি কর দুর্নীতি মামলায় বিপ্লব সিং এখন সিবিআই হেফাজতে রযেছেন। আর জি কর আর্থিক তছরূপে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে আসে হাওড়ার কৌশিক কোলে বিপ্লব সিং এর। তাঁদের বাড়িতেও এদিন ইডির তল্লাশি অভিযান চলে। একইসঙ্গে শুক্রবার সকালে ইডি হাজির হয় সোনারপুরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছে প্রসূনের নাম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Sandip Ghosh Wife: মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথা আঁচলে ঢাকা...! ইডিকে তালা খুলে দিয়েই বিস্ফোরক সন্দীপের স্ত্রী! কী বললেন সঙ্গীতা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement