Sandeshkhali Incident: অভিযোগের আগেই FIR! পুলিশকে তুমুল ভর্ৎসনা আদালতের...জামিনে মুক্ত সন্দেশখালি কাণ্ডে ধৃত সিপিএম নেতা নিরাপদ সর্দার
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
‘‘১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার। নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে ১০ ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে।’’, তাচ্ছিল্য করে মন্তব্য বিচারপতির।
সন্দেশখালি: সন্দেশখালি মামলায় জামিন পেলেন CPIM এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। আজ, মঙ্গলবারই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সর্দারকে। তেমনটাই নির্দেশ আদালতের৷ জামিন দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, গোটা ঘটনায় জেলার পুলিশ সুপারের রিপোর্টও তলব করেছে কোর্ট।
মামলার শুনানি শেষে বিচারপতি বলেন, ‘‘আজই জেল থেকে মুক্ত না হলে আদালত অবমাননার নোটিস ইস্যু করা হবে।’’
আরও পড়ুন: ফুঁসছে ঘূর্ণাবর্ত…আর কতদিন বৃষ্টি চলবে বঙ্গে? সঙ্গে কি রাখবেন ছাতা! মার্চ থেকেই ১৮০ ডিগ্রি পাল্টে যাচ্ছে আবহাওয়া
‘‘১৭ দিন হেফাজতে রয়েছেন নিরাপদ সর্দার। নিরাপদ সর্দারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে ৯ ফেব্রুয়ারি, আর পুলিশের কাছে অভিযোগ এসেছে ১০ ফেব্রুয়ারি। পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে।’’, তাচ্ছিল্য করে মন্তব্য বিচারপতির।
advertisement
advertisement
আরও পড়ুন: দারুণ খবর…মার্চে টানা ৯ দিন ছুটির সুযোগ! কোন তারিখ থেকে হচ্ছে শুরু? দেখে নিন তালিকা
পুলিশের বিরুদ্ধে বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্ন, ‘‘কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হবে না? এতদিন হেফাজতে আছেন। কে এই ক্ষতিপূরণ দেবে? এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কীভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হল।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 27, 2024 2:21 PM IST







