Holidays in March: দারুণ খবর...মার্চে টানা ৯ দিন ছুটির সুযোগ! কোন তারিখ থেকে হচ্ছে শুরু? দেখে নিন তালিকা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বসন্তে বেড়াতে যাওয়ার ইচ্ছে যদি থাকে, আর দেরি করবেন না৷ কারণ, মার্চ মাস আপনাদের জন্য এনে দিয়েছে সুবর্ণ সুযোগ৷ বিশেষ করে সরকারি কর্মীদের জন্য৷ মার্চ মাসে থাকছে একসাথে ৯দিন টানা ছুটি পাওয়ার সুযোগ৷ কী ভাবে? আসুন দেখে নিই৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১ মার্চ: চুপচাপ কুট (মিজোরাম), ৩ মার্চ: রবিবারের কারণে ছুটি , ৮ মার্চ: মহাশিবরাত্রি , ৯ মার্চ: মাসের দ্বিতীয় শনিবার, ১০ মার্চ: রবিবারের কারণে ছুটি , ১৭ মার্চ: রবিবারের কারণে ছুটি , ২২ মার্চ: বিহার দিবস (বিহার), ২৩ মার্চ: মাসের চতুর্থ শনিবার, ২৪ মার্চ: রবিবারের ছুটির দিন, ২৫ মার্চ: হোলি (কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, মণিপুর, কেরালা, নাগাল্যান্ড, বিহার, শ্রীনগর ছাড়া), ২৬ মার্চ: ইয়াওসাং দ্বিতীয় দিন/হোলি (ওড়িশা, মণিপুর, বিহার), ২৭ মার্চ: হোলি, ২৯ মার্চ: গুড ফ্রাইডে (ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ বাদে), ৩১ মার্চ: রবিবার ছুটির দিন৷ তবে এই তালিকা পরিবর্তিত বা সংশোধিত হতে পারে৷ তাই প্রয়োজনে আপনার ব্যাঙ্কের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য নিন৷
