Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! ভোটের মাঝে আরও অস্বস্তিতে শাসক দল

Last Updated:

Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে।

সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
কলকাতা: সন্দেশখালি কাণ্ডে সিবিআই সিট তদন্ত চলবে। হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জরুরি হস্তক্ষেপের কোনও পরিস্থিতি নেই, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। জুলাই দ্বিতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি।
বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি ছিল এই মামলার। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে, হাইকোর্ট চলা মামলায় কোনও বাধা নয়। এমনটাই জানাল শীর্ষ আদালত।
advertisement
সন্দেশখালি কাণ্ডে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআই-এর তদন্তের ভিত্তিতেই সেই তল্লাশি অভিযানে নামে এনএসজি। এরপরই এই তল্লাশি অভিযান নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও যায় রাজ্য সরকার।
advertisement
তবে সুপ্রিম কোর্টে গিয়েও লোকসভা ভোটের মাঝে কোনও রকম স্বস্তি পেল না তৃণমূল। এই মামলায় রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে হবে এই মামলার শুনানি। তবে এই সময়কালে সিবিআই-এর তদন্তপ্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এই আবহে ভোটের সময় সন্দেশখালি তদন্ত সিবিআই-এর কাছেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় ১ মাস পরে এই মামলার শুনানি হবে ফের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! ভোটের মাঝে আরও অস্বস্তিতে শাসক দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement