এজেসি বোস রোডের ফ্লাইওভার থেকে খসে পড়ছে বালি, ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল আতঙ্ক

News 18 Bangla

News 18 Bangla

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের ব্রিজ আতঙ্ক কলকাতা শহরে ৷ এজেসি বোস রোডের ফ্লাইওভারের একটি অংশ থেকে খসে পড়ছে বালি ৷ যার জেরে ফের ব্রিজ আতঙ্ক ছড়াল শহরবাসীর মনে ৷

    বৃহস্পতিবার সকালে ব্যস্ত রাস্তা ৷ সেই সময়ই আচমকাই ফ্লাইওভারের একাংশ থেকে খসতে শুরু করে বালি ৷ ফ্লাইওভারের নিচের রাস্তায় ভিড় জমে যায় ৷ থমকে যায় গাড়ি ৷ ফ্লাইওভারের একটি অংশ থেকে খসে পড়ছিল বালি সিমেন্ট ৷ এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ৷ যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷

    আরও পড়ুন:

    পুলিশের তরফ থেকে এই ভিডিও-র সত্যতা স্বীকার করে নিয়েছে ৷ তবে, কি কারণে এই ঘটনাটি ঘটেছে ৷ সেই বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি ৷ গত কয়েকদিন ধরে ফ্লাইওভারে কাজ চলছিল ৷ সেখান থেকেই সম্ভবত খসে পড়ছিল বালি ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷

    First published:

    Tags: Ajc Bose Road