• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এজেসি বোস রোডের ফ্লাইওভার থেকে খসে পড়ছে বালি, ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল আতঙ্ক

এজেসি বোস রোডের ফ্লাইওভার থেকে খসে পড়ছে বালি, ভাইরাল ভিডিও ঘিরে ছড়াল আতঙ্ক

News 18 Bangla

News 18 Bangla

 • Share this:

  #কলকাতা: ফের ব্রিজ আতঙ্ক কলকাতা শহরে ৷ এজেসি বোস রোডের ফ্লাইওভারের একটি অংশ থেকে খসে পড়ছে বালি ৷ যার জেরে ফের ব্রিজ আতঙ্ক ছড়াল শহরবাসীর মনে ৷

  বৃহস্পতিবার সকালে ব্যস্ত রাস্তা ৷ সেই সময়ই আচমকাই ফ্লাইওভারের একাংশ থেকে খসতে শুরু করে বালি ৷ ফ্লাইওভারের নিচের রাস্তায় ভিড় জমে যায় ৷ থমকে যায় গাড়ি ৷ ফ্লাইওভারের একটি অংশ থেকে খসে পড়ছিল বালি সিমেন্ট ৷ এমনই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে ৷ যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷

  আরও পড়ুন:

  পুলিশের তরফ থেকে এই ভিডিও-র সত্যতা স্বীকার করে নিয়েছে ৷ তবে, কি কারণে এই ঘটনাটি ঘটেছে ৷ সেই বিষয়টি এখনও প্রকাশ্যে আসেনি ৷ গত কয়েকদিন ধরে ফ্লাইওভারে কাজ চলছিল ৷ সেখান থেকেই সম্ভবত খসে পড়ছিল বালি ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷

  First published: