Samik Bhattacharya: প্রাইজ পোস্টিং! বিনীত গোয়েলের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বড় হুঁশিয়ারি শমীকের

Last Updated:

Samik Bhattacharya on Vineet Goyal: শমীকের দাবি, ‘‘আরজি করের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় আমরা প্রথম দিন থেকে বলে আসছি প্রমাণ লোপাট করেছেন বিনীত গোয়েল। অবিলম্বে বিনীত গোয়েলের গ্রেফতার চাই আমরা।’’

শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্য
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কলকাতার পুলিশ কমিশনারকে বদলির ঘটনায় খুশি নয় বঙ্গ বিজেপি। রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, ‘‘আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সেই মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে দেওয়ার পর তাঁকে চার ঘণ্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। বিনীত গোয়েলের ক্ষেত্রেও সেই একই পথ অবলম্বন করা হল।’’
শমীকের দাবি, ‘‘আরজি করের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় আমরা প্রথম দিন থেকে বলে আসছি প্রমাণ লোপাট করেছেন বিনীত গোয়েল। অবিলম্বে বিনীত গোয়েলের গ্রেফতার চাই আমরা।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়ে তাঁকে যেভাবে অন্য জায়গায় বদলি করা হল তাতে আমরা মনে করি মানুষের আবেগের সঙ্গে প্রতারণা করে বিনীত গোয়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে প্রাইজ পোস্টিং দেওয়া হল। আমরা বিনীত গোয়েলকে যেখানে বদলি করা হয়েছে সেখানে যাতে তিনি দায়িত্বভার গ্রহণ করতে না পারেন তার জন্য আন্দোলন করব।’’
advertisement
advertisement
মঙ্গলবার সরকারিভাবে নবান্নের পক্ষ থেকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে মনোজ ভার্মার নাম ঘোষণা করা হয়৷ আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দাবি মেনে বিনীত গোয়েলের বদলে মনোজ ভার্মাকে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কলকাতার বিদায়ী নগরপাল বিনীত গোয়েলকে এডিজি (এসটিএফ) পদে বদলি করে রাজ্য সরকার ৷ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েলকে নগরপালের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে এডিজি এসটিএফ পদেই কর্মরত ছিলেন বিনীত গোয়েল ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Samik Bhattacharya: প্রাইজ পোস্টিং! বিনীত গোয়েলের বিরুদ্ধে আন্দোলন নিয়ে বড় হুঁশিয়ারি শমীকের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement