Salt Lake Sector-V: দু'টি বাসের রেষারেষি,সেক্টর ফাইভে বড় দুর্ঘটনা থেকে রক্ষা
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দু'টি বাসের রেষারেষির জের, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। ঘটনাটি সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের। শুক্রবার দুটি বাসের রেষারেষির জেরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসযাত্রীরা
কলকাতা: দু’টি বাসের রেষারেষির জের, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। ঘটনাটি সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের। শুক্রবার দুটি বাসের রেষারেষির জেরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসযাত্রীরা।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় এসডিএফ মোড় থেকে কলেজ মোড়ের দিকে যাওয়ার সময় জাপানি গেট টু সল্টলেক রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, ওয়েবেল মোড়ে আসতেই একটি বাস আরেকটি বাসকে ‘চেপে’ দেয়। যার ফলে বাসটি ডিভাইডারে ধাক্কা মারে। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। তবে ব্যস্ত সন্ধ্যায় যানজটের সৃষ্টি হয় রাস্তায়। পরে পুলিশ এসে বাস দুটিকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
সল্টলেকে বাসের রেষারেষির ঘটনা নতুন নয়। গত বছর নভেম্বর মাসে সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুল থেকে স্কুটিতে চেপে ফিরছিল শিশুটি। সল্টলেকের ২ নম্বর গেটের সামনে সল্টলেক-হাওড়া রুটের বাসের ধাক্কায় স্কুটি থেকে পড়ে যায় সে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় কথাবার্তা বলে পুলিশ। শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়েরা। এর আগে বেহালা, বাঁশদ্রোণীতে প্রাণ হারিয়েছিল দুই স্কুলপড়ুয়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2025 9:58 PM IST







