হোম /খবর /কলকাতা /
'সতর্ক হওয়া উচিৎ ছিল!' সাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে এ কী কথা

Sagardighi Bypoll Result: 'সতর্ক হওয়া উচিৎ ছিল!' সাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে এ কী কথা

সাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে এ কী কথা

সাগরদিঘির ভোটের ফল দেখে কুণালের মুখে এ কী কথা

Sagardighi Bypoll Result: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও নিশানা করলেন বাম-কংগ্রেস জোটকে।

  • Share this:

কলকাতা: সাগরদিঘি উপ নির্বাচনে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। তার পরেই এদিন বিষয়টি নিয়ে বাম এবং কংগ্রেস জোটকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুরেই কার্যত সুর মিলিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও নিশানা করলেন বাম-কংগ্রেস জোটকে।

কুণাল বলেন, "সাগরদিঘীতে অশুভ আঁতাত করেছে। কংগ্রেস যেন কোনও কৃতিত্ব দাবি না করে। বাকি জায়গায় সব ঠিকঠাক আছে। তবে আমাদের আরও একটু সতর্ক থাকা উচিত ছিল।"

শুভেন্দু অধিকারী ট্যুইট প্রসঙ্গে তিনি বলেন, "হাতি পাকে পড়লে চামচিকে লাথি মারে। তাতে হাতি চামচিকে হয় না। সাগরদিঘি একটা বিচ্ছিন্ন ঘটনা। সামগ্রিক ভাবে একে ব্যাখ্যা করা ঠিক হবে না। এটা একটা অশুভ আঁতাতের বিচ্ছিন্ন রেজাল্ট। এই সুবিধাবাদী ধান্দাবাজদের জোট। আমাদের বোধ হয় আরও সতর্ক হওয়া উচিৎ ছিল। বিজেপির সঙ্গে আঁতাত করে সাগরদীঘিতে জিতে কংগ্রেস নাকি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে লড়বে। এটা বিশ্বাস হয় না।"

আরও পড়ুন, সাগরদিঘিতে কং প্রার্থী বাইরনের জয়, বিধানসভায় খুলল খাতা! বড় ব্যবধানে ধরাশায়ী TMC

আরও পড়ুন, শুধু জোটের জয় নয়,এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল

তিনি আরও বলেন, "সাগরদিঘি কংগ্রেসের সাফল্য নয়। তৃণমূলের ব্যর্থতা। এখানে অনৈতিক জোট হচ্ছে জেনেও আমরা সতর্ক হইনি। এটা ময়না তদন্তের অবকাশ রয়েছে।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Sagardighi By Election