সোমনাথ চট্টোপাধ্যায়ের শোকবার্তা, পরিবারের পাশে মমতা
Last Updated:
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। আইনজীবী, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
#কলকাতা: সংসদের প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তায় উঠে এল সোমনাথ চট্টোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতি ও সম্মান।
মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। আইনজীবী, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ। তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি।’
Saddened at the passing away of former Lok Sabha Speaker Somnath (Da) Chatterjee. My condolences to his family and admirers. This is a great loss for us all
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2018
advertisement
advertisement
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধিতা থাকলেও, ব্যক্তিগত ভাবে খুবই পছন্দ করতেন মমতার রাজনীতি। সিপিএম-এ থাকাকালীন বা বহিষ্কৃত হওয়ার পরেও কোনও দিনও মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কুত্সিত আক্রমণ করেননি তিনি। অনেক সিপিএম নেতা যা করেছেন। রাজনৈতিক লড়াইয়ে অসম্ভব ভদ্রতা ও সৌজন্যের নজির রেখেছেন বরাবর। এক সময় সোমনাত চট্টোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদেরও দাবি করেছিলেন মমতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2018 10:41 AM IST