Sabyasachi Dutta: সব্যসাচীর গলায় 'অন্য' সুর? এ কী বললেন 'তৃণমূল নেতা'! বিস্ফোরক মন্তব্যে বাংলাজুড়ে শোরগোল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sabyasachi Dutta: পঞ্চায়েত ভোটের আগে এবার ভাঙড়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্তের। ভাঙড়ে অশান্তির জন্য রাজ্য সরকারের পুলিশকেই দুষলেন সব্যসাচী। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ISF ও TMC র সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলেন সব্যসাচী দত্ত।
ভাঙড়: পঞ্চায়েত ভোটের আগে এবার ভাঙড়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্তের। ভাঙড়ে অশান্তির জন্য রাজ্য সরকারের পুলিশকেই দুষলেন সব্যসাচী। মনোনয়ন জমা দেওয়া নিয়ে ISF ও TMC র সংঘর্ষ নিয়ে এদিন মুখ খোলেন সব্যসাচী দত্ত। আর তাঁর মন্তব্য ঘিরেই বাংলায় ত্রিস্তরীয় নির্বাচনের মুখে জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে মনোনয়ন দাখিল করা নিয়ে তোলপাড় হয়ে ওঠে ভাঙড়। দুই রাজনৈতিক দলের সংঘাতে উত্তপ্ত ভাঙড়ে বোমা-গুলি-রক্তারক্তি কাণ্ড চলে নাগাড়ে। সংঘর্ষের জেরে ভাঙড়ে ৩ জনের মৃত্যু পর্যন্ত হয়ে যায়।
advertisement
এরপরে আজ ভাঙড়ে প্রথম নির্বাচনী সভা ছিল তৃণমূলের। সেই=খানেই সব্যসাচীর মন্তব্য ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে। বস্তুত, মনোনয়ন পর্বে অশান্তির জন্য পুলিশকেই দায়ী করেছেন সদ্য ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত সব্যসাচী দত্ত। একদিকে যখন ভোটে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে আজ বৃহস্পতিবারই পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি স্কটল্যান্ড ইয়াডের পুলিশের সঙ্গে তুলনা টানেন। ওদিকে আজই ভাঙড়ে অন্য সুর সব্যসাচীর গলায়।
advertisement
ভাঙড়ে প্রাক নির্বাচনী অশান্তির জন্য পুলিশকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। প্রথম নির্বাচনী সভায় যোগ দিয়ে সব্যসাচী বলেন, “মনোনয়ন পর্বে ভাঙড়ের অশান্তির সময় কী করছিল পুলিশ। বহিরাগতদের খবর কেন ছিল না তাদের কাছে।”
উল্লেখ্য, ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই সভায় এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম প্রমুখ। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। মৃতু্য হয়েছিল ৩ জনের। ঘটনার পর ভাঙড় পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 12:28 AM IST