Rupee: তখন মাঝরাত, কলকাতায় ফের টাকার পাহাড়! উদ্ধার আয়কর হানায়, কার বাড়ি থেকে? জেনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Rupee: ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর।
কলকাতা: লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় টাকা উদ্ধার করল আয়কর দফতর। চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থায় ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এরপর সেখান থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর।
ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর। ভোটের মুখে ওই জায়গাতে কেন এত টাকা রাখা হয়েছিল, এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ী। আয়কর দফতর সূত্রে এমনই খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: মুম্বইয়ের ড্রেসিংরুমে তোলপাড়, রোহিত-হার্দিকের সঙ্গে আচমকা ‘ঘনিষ্ঠ’ এক সুন্দরী! কে এই রহস্যময়ী?
advertisement
advertisement
কোম্পানির ডিরেক্টর সত্যেন্দ্র প্রসাদ সাউ, স্ত্রী নমিতা সাউ ও মেয়ে সিমরণ সাউ এই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে আয়কর দফতর। চুঁচুড়া, মধ্যপ্রদেশ এবং ডানকুনিতে কারাখানা, চুঁচুড়ায় হোটেল, কলকাতার বাড়ি এবং আরেকটি অফিস সব মিলিয়ে ৬ জায়গায় বুধবার দুপুর ১২টা থেকে তল্লাশি শুরু হয়, বৃহস্পতিবার রাত ২.৩০ মিনিট পর্যন্ত তল্লাশি চলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2024 2:11 PM IST