Assembly: প্রশ্নে অনীহা বিধায়কদের! উপস্থিতির হার নিয়েও ফের চর্চা বিধানসভার অন্দরে, পরিষদীয় রীতি শেখাচ্ছে দল

Last Updated:

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, নতুনদের আরও বেশি করে পরিষদীয় রীতি শেখানো হচ্ছে। আশা করব তাঁরা প্রস্তুত হয়ে আসবেন।

* উপস্থিতির হার নিয়ে ফের চর্চা শাসক দলের পরিষদীয় ক্ষেত্রে। 
* উপস্থিতির হার নিয়ে ফের চর্চা শাসক দলের পরিষদীয় ক্ষেত্রে। 
কলকাতা: এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে প্রশ্নে অনীহা শাসক দলের বিধায়কদের। বিরোধী দলের বিধায়কেরা রাজ্যের বিভিন্ন প্রকল্প ও নিজের এলাকার একাধিক বিষয় তুলে ধরছেন। প্রশ্নোত্তর থেকে মেনশন সব পর্বে তাঁরা এগিয়ে।বিরোধীদলের উত্তরবঙ্গের বিধায়করা একাধিক বিষয়ে জানতে চান। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গের বিধায়কেরা। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সরকার পক্ষের মুখ্য সচেতক তৃণমূল বিধায়কদের প্রশ্ন করতে বলছেন। বারবার বলছেন সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে। তার পরেও চুপ করে থাকছেন শাসক দলের বিধায়করা।
এর পাশাপাশি শাসক দলের বিধায়কদের উপস্থিতির হার অত্যন্ত কম। গোটা বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। হাতে গোনা ৫ থেকে ৬ বিধায়ক শাসক দলের যারা সক্রিয়। বাকিদের পারফরম্যান্স হতাশাজনক। উন্নয়ন‌ যে সরকারের প্রধান হাতিয়ার, সেই উন্নয়ন ইস্যুতে বিধানসভায় প্রশ্ন তুলতেই যেন প্রবল অনীহা শাসক দলের অধিকাংশ বিধায়কের মধ্যে। এই বিষয়ে কিন্তু অনেক বেশি সক্রিয় বিরোধী বিজেপি দলের বিধায়করা। প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব হোক বা উল্লেখ পর্ব, প্রতিদিন বিধানসভার প্রথম অর্ধে যখন বিরোধী দলের প্রতিনিধিরা নিজেদের এলাকা সংক্রান্ত একাধিক সমস্যা ও সরকারি প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছেন, সরকারের কাছে আবেদন করছেন নিজের বিধানসভা এলাকার কাজ করানো নিয়ে, তখন শাসক দলের অধিকাংশ বিধায়ক যেন নীরব দর্শক।
advertisement
আরও পড়ুন: নৈশভোজে যাওয়ার জন্য জোরাজুরি ট্রাম্পের, না বলে কেন ফিরে এলেন? ওড়িশায় ফাঁস করলেন মোদি
এক্ষেত্রে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের বিরোধী বিজেপি বিধায়কদের প্রশ্নের সংখ্যা এবং মান দেখে স্পষ্ট, তাঁরা এলাকার মানুষের কথা তুলে ধরতে যথেষ্ট সক্রিয়। অন্যদিকে শাসক দলের বিধায়কদের মধ্যে যেন প্রশ্ন করতেই অনীহা।
advertisement
এই নিয়ে সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ পর্যন্ত বারবার শাসক দলের বিধায়কদের আসনের সামনে গিয়ে বলেন— “প্রশ্ন করুন, প্রশ্ন করুন। সাপ্লিমেন্টারি প্রশ্ন করুন”, তবুও সাড়া নেই। দলীয় বিধায়কদের এই নিষ্ক্রিয়তা নিয়ে এর আগে একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকেও বারবার দলীয় বিধায়কদের সতর্ক করা হয়েছে। আরও বেশি করে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিধায়কদের বলা হয়েছে। তবে বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। শাসক দলের পক্ষে বর্ষীয়ান বিধায়ক সমীর পাঁজা বা কালীপদ মণ্ডলের পাশাপাশি নতুন বিধায়ক সুকান্ত পাল, জয়প্রকাশ টোপ্পো, সুমন কাঞ্জিলালের মতো হাতে গোনা মাত্র ৫-৬ জন বিধায়কই রয়েছেন যাঁদের সক্রিয়তা চোখে পড়ে। বাকিরা ওই শুধু আসেন, বসেন, দেখেন, শোনেন ও চলে যান এর পর্যায়ে। তবে সংখ্যায় কম হলেও বিজেপির বিধায়করা কিন্তু এই একটি বিষয়ে বিধানসভায় যথেষ্ট সক্রিয়।
advertisement
রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, নতুনদের আরও বেশি করে পরিষদীয় রীতি শেখানো হচ্ছে। আশা করব তাঁরা প্রস্তুত হয়ে আসবেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় জানিয়েছেন, উভয় পক্ষের মুখ্য সচেতককে বারবার বলেছি, উপস্থিতির বিষয়ে নজর দিন। পাশাপাশি প্রশ্ন বা উল্লেখ পর্বে থাকতে হবে বিধায়কদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly: প্রশ্নে অনীহা বিধায়কদের! উপস্থিতির হার নিয়েও ফের চর্চা বিধানসভার অন্দরে, পরিষদীয় রীতি শেখাচ্ছে দল
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement