Rujira Banerjee || কয়লাকাণ্ডে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব

Last Updated:

Rujira Banerjee || সকাল ১১টা নাগাদ সন্তানকে কোলে নিয়েই ইডির দফতরে ঢোকেন তিনি। 

#কলকাতা: কয়লাপাচার-কাণ্ডে ইডির তলব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়।  সকাল ১১টা নাগাদ সন্তানকে কোলে নিয়েই ইডির দফতরে ঢোকেন তিনি।  এদিন তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা৷
সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার টাকা বিভিন্ন হাত ঘুরে ব্যাংককে একটি ব্যাংক অ্যাকাউন্টে  গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ওই অ্যাকাউন্ট রুজিরার নামে বলে জানতে পেরেছে সিবিআই। অনুপ মাঝির টাকা কীভাবে বিদেশি অ্যাকাউন্টে অনুপ মাঝি টাকা ট্রান্সফারের জন্য ইন্সপেক্টর অশোক মিশ্রকে বলেছিলেন। অশোক মিশ্র আবার অনুপের হিসাব রক্ষক নীরজ সিংকে বলেন। নীরজ এরপর মোটা অঙ্কের টাকা পাঠাবে কিনা জিজ্ঞাসা করে অনুপ মাঝিকে।  অনুপ মাঝি  টাকা দিতে বলেন। তখন নীরজ ব্যাংককের একাউন্টে  টাকা পাঠিয়ে দেন। হোয়াটস্যাপ চ্যাটের  স্ক্রিনশট  অশোক ও অনুপকে পাঠান নীরজ।
advertisement
advertisement
কয়েক দিন আগেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম সিবিআই আসে। পরের দিন অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি রুজিরার বোনের বাড়ি যায় সিবিআই। প্রায় পনেরো মাস পরে সিবিআই আবারও জিজ্ঞাসাবাদের জন্য আসে রুজিরার বাড়িতে। বেশ কিছু তথ্য পান সিবিআই। বেশ কিছু উত্তরে ধোঁয়াশা মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। সেই কারণে আবারও জিজ্ঞাসাবাদ। সিবিআই রুজিরাকে নোটিশ দেয়। সেই মতো রুজিরা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
advertisement
অনুপ মাঝির টাকা ব্যাংককের  একাউন্ট  এ কীভাবে গেল?  এই প্রশ্নের উত্তরে বেশ কিছু অসংগতি রয়েছে। রুজিরাকে সেই একাউন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ব্যাংক অ্যাকাউন্ট রুজিরার নামে বলে দাবি সিবিআইয়ের।  বিদেশে একাউন্ট এ কীভাবে টাকার লেনদেন? উত্তর খুঁজছে কেন্দ্রীয় সংস্থা ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rujira Banerjee || কয়লাকাণ্ডে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement